হারুন অর রশিদ, স্টাফ রিপোর্টার
টাঙ্গাইলের মির্জাপুরে পৌষের হাড়কাপাঁনো শীতের রাতে উপজেলার গোড়াই ইউনিয়নের দেওহাটা আশ্রয়কেন্দ্রের অসহায় শীতার্থদের মাঝে কম্বল বিতরণ করেছেন টাঙ্গাইল-৭ মির্জাপুর আসনের সংসদ সদস্য খান আহমেদ শুভ।
সোমবার রাতে কম্বল বিতরণ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাফিজুর রহমান, সহকারী কমিশনার (ভ‚মি) আমিনুল ইসলাম বুলবুল, উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার তাহরীম হোসেন সীমান্ত, যুগ্ম সম্পাদক সিরাজুল ইসলাম, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক শহীদুর রহমান লাভু, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মাসুদ রানা মাসুম প্রমুখ।
সংসদ সদস্য খান আহমেদ শুভ ওই আশ্রয়কেন্দ্রে বসবাসরত ১০২ টি পরিবারের মধ্যে ১০২টি কম্বল বিতরণ করেন। কম্বল পেয়ে সুবিধা ভোগিরা সন্তোষ প্রকাশ করে সাংসদের জন্য দোয়া করেন।