মো. জোবায়ের হোসেন, স্টাফ রিপোর্টার
মাঠের জমির মালিকানা নিয়ে স্থানীয়দের সাথে মন্দির কমিটির উত্তপ্ত পরিবেশের সৃষ্টি হয়েছিল উপজেলার বানাইল ইউনিয়নের ভুষুন্ডি গ্রামে। এনিয়ে গাছ কর্তন ও মন্দির ভাঙ্গচুরের কথা উল্লেখ করে সম্প্রতি থানায় অভিযোগও দিয়েছিলো মন্দির কমিটি। কোন প্রকার অপ্রীতিকর ঘটনা এড়াতে ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাফিজুর রহমান, সহকারি কমিশনার (ভূমি) মো. আমিনুল ইসলাম , মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ আবু সালেহ মাসুদ করিমসহ গণ্যমান্যরা।
তবে শনিবার ( ১৬ই জুলাই) উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মীর এনায়েত হোসেন মন্টু, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাফিজুর রহমান, সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান ও গণ্যমান্যসহ বিবাদমান দুই পক্ষকে নিয়ে আলোচনার আয়োজন করা হয়। প্রায় ৩-৪ ঘন্টা ব্যাপী ওই আলোচনায় মিলে সমাধান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাফিজুর রহমান বলেন, আরেকটি মাঠের জন্য ১০ লাখ টাকা বরাদ্দের ব্যবস্থা করে উভয়পক্ষকে সমঝোতায় আনা হয়েছে। আশাকরি এনিয়ে তাদের মধ্যে আর কোন ঝামেলা হবেনা।