নিজস্ব প্রতিবেদক : মায়ের কবরেই সমাহিত করা হলো আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য এবং সাবেক মন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুন কে। শনিবার ১১ জুলাই বেলা পৌনে ১২ টায় রাজধানীর বনানী কবরস্থানে তাকে দাফন করা হয়। তার বয়স হয়েছিল ৭৭ বছর। সাহারা খাতুন জ্বর, অ্যালার্জি সহ বার্ধক্যজনিত নানা ধরনের জটিলতা নিয়ে গত ৩ জুন ভোর পাঁচটার দিকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি হয়েছিলেন। পরবর্তীতে অসুস্থ সাহারা খাতুনকে উন্নত চিকিৎসার জন্য গত ৬ জুলাই এয়ার অ্যাম্বুলেন্সে করে ব্যাংককে নেয়া হয়েছিল। ভর্তি করা হয় সেখানকার বামরুনগ্রাদ হাসপাতালে। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (৯ জুলাই) রাতে তার মৃত্যু হয়।
শনিবার বেলা ১১টার আগে বনানী কবরস্থানে জাতীয় পতাকা ও আওয়ামী লীগের দলীয় পতাকা মোড়ানো সাহারা খাতুনের মরদেহ আনা হয়। সেখানে দ্বিতীয় জানাজা শেষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে শ্রদ্ধা জানানো হয়। আওয়ামী লীগ, ১৪ দল, জাসদ ছাড়াও আওয়ামী লীগের সহযোগী ও ভ্রাতৃপতিম সংগঠন যুবলীগ, কৃষকলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও শ্রমিক লীগসহ বিভিন্ন সংগঠনের তরফ থেকে শেষ শ্রদ্ধা জানানো হয় সাহারা খাতুনের কফিনে।
১৯৪৩ সালের ১ মার্চ ঢাকার কুর্মিটোলায় জন্মগ্রহণ করেন সাহারা খাতুন। তার বাবার নাম আব্দুল আজিজ ও মাতার নাম টুরজান নেসা। সাহারা খাতুন তিন মেয়াদ ধরে ঢাকা-১৮ আসন থেকে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়ে নির্বাচিত সংসদ সদস্য। ২০০৮ সালে মহাজোট ক্ষমতায় এলে প্রথমে তাকে স্বরাষ্ট্রমন্ত্রী করা হয়। পরে সেখান থেকে সরিয়ে পাঠানো হয় ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ে।
সাহারা খাতুন বাংলাদেশ সুপ্রিম কোর্টে একজন আইনজীবী হিসেবে তার কর্মজীবন শুরু করেন। আওয়ামী লীগের এই প্রেসিডিয়াম সদস্য বাংলাদেশ আওয়ামী আইনজীবী পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি এবং বাংলাদেশ মহিলা পরিষদের সাধারণ সম্পাদক। এছাড়া তিনি আন্তর্জাতিক মহিলা আইনজীবী সমিতি ও আন্তর্জাতিক মহিলা জোটের সদস্য।
com 20 E2 AD 90 20Eczanelerde 20Tek 20Viagra 20Satlrm 20 20Comprar 20Viagra 20En 20Alicante 20Sin 20Receta eczanelerde tek viagra satlrm Bill Albert, chief program officer at the National Campaign to Prevent Teen and Unplanned Pregnancy, says the decline in the teen birth rate could be a sign that teenagers are having less sex, that they are using contraception more often, or a combination of the two priligy pills We generated an in vivo inducible mouse model of CTE with a mutation that corresponds to a common EpCAM mutation found in patients, in which a homozygous G A substitution at the donor splice site of exon 4 results in a mRNA splice product lacking exon 4 15, 23
how to get generic cytotec price The Advent season is upon us, which means that we all should be preparing