মোঃ রায়হান সরকার রবিন :
টাঙ্গাইলের মির্জাপুরে পৌরসভার জনপ্রিয় মেয়র মরহুম সাহাদৎ হোসেন সুমন স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। আজ সোমবার মির্জাপুর উপজেলা সদরের শেখ রাসেল মিনি স্টেডিয়ামে উপজেলা ক্রিকেট এসোসিয়েশন এর উদ্যোগে এ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আয়োজক কমিটির সদস্য মো. কাউসার হোসেন চপল, মো. দিদারুল ইসলাম ও শেখ রাসেল হাসান রকি জানিয়েছেন টুর্নামেন্টে ১৬ টি দল অংশ গ্রহন করবে। আজ সোমবার সকালে উদ্বোধনী দিনে দেওহাটা ফ্রেন্ডস একাদশ ও গোড়াই একাদশ অংশ নেয়। ম্যাচের প্রথমার্ধে গোড়াই একাদশ ২০ অভারে ৯ ইউকেটে ২১৮ রান নিয়ে অল আউট হয়। দ্বিতীয়ার্ধে দেওহাটা ফ্রেন্ডস একাদশ ১৬ অভারে ৫ উইকেটে ২২০ রান নিয়ে বিজয়ী হয়।
উদ্বোধনী ম্যাচে প্রধান অতিথি ছিলেন হংকং শাখা আওয়ামীলীগের সভাপতি ও মির্জাপুর উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি শিল্পপতি মো. আবুল কালাম আজাদ লিটন এবং উদ্বোধক ছিলেন উপজেলা যুবলীগের আহবায়ক শামীম আল মামুন। এ সময় দৈনিক জনকন্ঠের সাংবাদিক ও প্রেস ক্লাবের সাবেক সভাপতি নিরঞ্জন পাল, দৈনিক ইত্তেফাক ও মোহনা টেলিভিশনের সাংবাদিক এবং মির্জাপুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি মীর আনোয়ার হোসেন টুটুল, উপজেলা বিআরডিবির ভাইস চেয়ারম্যান মো. আবিদ হোসেন শান্ত, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক মো. মনিরুজ্জামান মনির, উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. সাদ্দাম হোসেন, সাধারন সম্পাদক মো. সাইফুল ইসলাম সিয়াম, পৌর যুবলীগের সভাপতি ইয়াছিন মিয়া হিরা, মির্জাপুর পৌরসভা ছাত্রলীগের সাধারন সম্পাদক ওয়াকিল আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।
Leave a Reply