স্টাফ রিপোর্টার
টাঙ্গাইলের মির্জাপুর ভাদগ্রাম ইউনিয়নের কুইচতারা গ্রামে আবুল পীর সাহেবের বাৎসরিক ওরস ও বাউল গান অনুষ্ঠিত হয়েছে। ১২ নভেম্বর রবিবার রাতে বাউল শুকুর সরকার এবং রিতা সরকার গান পরিবেশন করেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো.আজহারুল ইসলাম। অনুষ্ঠান উদ্বোধন করেন ভাদগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.আজহারুল ইসলাম, সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সদস্য মো.নুরুল ইসলাম সিদ্দিকী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষকলীগ নেতা মো. সাহাদৎ হোসেন মঞ্জু, ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সাবেক সভাপতি আলমগীর হোসেন, ইউপি সদস্য মো. জাহাঙ্গীর হোসেন বাদশা, মো. আবু বকর সিদ্দিকী প্রমুখ।