গত ৩১ আগস্ট উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে এক প্রতিবাদ জানিয়ে যোগাযোগ মাধ্যমে পোস্ট করে। প্রতিবাদটি সম্পূর্ণ তুলে ধরা হলোঃ
“প্রতিবাদ”
আপনাদের অবগতির জন্য জানানো যাইতেছে যে, গত ২৮/১০/২০২৩খ্রিঃ তারিখে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রিয় কমিটির সিদ্ধান্ত মোতাবেক বিএনপি—জামায়াতের সন্ত্রাস, নৈরাজ্য ও দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে মির্জাপুর উপজেলা আওয়ামী লীগের নেতৃত্বে শান্তি মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ ও মিছিলে উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ, ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ, ও সকল সহযোগী সংগঠনের ৩—৪ হাজার নেতাকর্মীর স্বত:স্ফুর্ত অংশ গ্রহনের মাধ্যমে উক্ত মিছিল ও শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন মির্জাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি জনাব মীর শরীফ মাহমুদ। সঞ্চালনা করেন সাধারন সম্পাদক জনাব ব্যারিস্টার তাহরীম হোসেন সীমান্ত। অনুষ্ঠানে জেলা, উপজেলা ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য প্রদান করেন। উক্ত অনুষ্ঠানটি বিভিন্ন টেলিভিশন, অনলাইন মিডিয়া ও প্রিন্ট মিডিয়াতে প্রচার ও প্রকাশিত হয়। কিন্তু অতীব দুঃখের সহিত জানানো যাইতেছে উক্ত অনুষ্ঠানটির বিষয়ে গত ২৯/১০/২০২৩খ্রিঃ তারিখে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) প্রচারিত হয় যে, টাংগাইল জেলা আওয়ামী লীগের কায্যর্করী কমিটির সদস্য জনাব রাফিউর রহমান ইউসুফজাই সানী এর একক নেতৃত্বে উক্ত শান্তি মিছিল ও সমাবেশটি হয়েছে। যাহা মিথ্যা, বানোয়াট, অসত্য এবং উদ্দেশ্য প্রনোদিত ভাবে মির্জাপুর উপজেলা আওয়ামী লীগকে হেয়প্রতিপন্ন করা হয়েছে।
এই অসত্য তথ্য প্রচারের জন্য তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করছি। প্রকৃত পক্ষে উক্ত অনুষ্ঠানটি মির্জাপুর উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে ও নেতৃত্বে অনুষ্ঠিত হয়।
