মোঃ নাজমুল ইসলাম, স্টাফ রিপোর্টার
টাঙ্গাইলের মির্জাপুরে বানাইল ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বুধবার বিকেল ৫টায় ইউনিয়নের দেওজানী গ্রামের নিস্বর্গ নিবাসে এ সভা অনুষ্ঠিত হয়।
দীর্ঘদিন পর দলের নেতাকর্মীদের মিলনমেলায় পরিণত হওয়া এই সাধারণ সভায় দুপুর ৩টা থেকেই বিভিন্ন ওয়ার্ড থেকে নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমবেত হতে থাকেন। বিকেল ৫টার মধ্যেই সমগ্র এলাকা মুখরিত হয়ে ওঠে দলের স্লোগানে। নেতাকর্মীদের মাঝে দেখা যায় উচ্ছ্বাস ও আগামীর প্রত্যাশা— বিএনপি রাষ্ট্রক্ষমতায় আসবে এবং তারেক রহমান হবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী।
সভায় বিভিন্ন ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদকগণ রাজনৈতিক পরিস্থিতি, দলের অবস্থান এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিশু বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদ সিদ্দিকী। সভার সভাপতিত্ব করেন বানাইল ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ কারুজ্জামান লোটাস।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট আব্দুর রউফ, সাধারণ সম্পাদক খন্দকার সালাউদ্দিন আরিফ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক এস এম মহসিন এবং জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আব্দুল কাদের শিকদার উপজেলা বিএনপির সহসভাপতি আলি এজাজ খান রুবেল চৌধুরী, ডিএম শওকত আকবর, বাবুল বকশী, মোঃ জুলহাস মিয়া, শফিকুর রহমান বাবুল, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক খন্দকার আনোয়ার পারভেজ শাহ আলম, সহ-সম্পাদক মোঃ আলতাফ মিয়া, মোহাম্মদ আজহারুল ইসলাম উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ডিএম শফিকুল ইসলাম ফরিদ, আলম মৃধা
এছাড়াও অনুষ্ঠানে উপজেলা বিএনপি, ইউনিয়ন বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দলসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।