1. info@mirzapurpratidin.com : admin :
  2. news@mirzapurpratidin.com : mirzapur mirzapur : mirzapur mirzapur
শিরোনামঃ

প্রেসক্লাব মির্জাপুর এর নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত

  • আপডেট টাইম : Friday, March 18, 2022
  • 561 বার
smart

মো. জোবায়ের হোসেন

টাঙ্গাইলের মির্জাপুরে ‘প্রেসক্লাব মির্জাপুর’ এর নবগঠিত কমিটির সদস্যদের অভিষেক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৭ই মার্চ) সন্ধ্যায় কলেজরোডস্থ প্রেসক্লাবের নিজ কার্যালয়ে এই অভিষেক অনুষ্ঠিত হয়। নবগঠিত কমিটির সদস্যদের শপথ বাক্য পাঠ করান স্থানীয় সংসদ সদস্য ও ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য খান আহমেদ শুভ।

উল্লেখ্য, গত ৫ই মার্চ বার্ষিক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে নিরঞ্জন পালকে সভাপতি ও এসএম শিপনকে সাধারণ সম্পাদক করে ৯ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। এতে সহ সভাপতি হিসেবে রয়েছেন জহিরুল ইসলাম শেলী, যুগ্ম সম্পাদক হিসেবে আশরাফ উদ্দিন আহমেদ, কোষাধ্যক্ষ ও দপ্তর সম্পাদক হিসেবে মো. হারুন অর রশিদ, কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন অধ্যাপক দুর্লভ বিশ্বাস, কিসমত খন্দকার, সাবেক অধ্যক্ষ সালাহউদ্দিন আহমেদ বাবর ও শামীম আল মামুন।

অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে খান আহমেদ শুভ এমপি, বিশেষ অতিথি হিসেবে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাফিজুর রহমান ছাড়াও অন্যান্যের মধ্যে মির্জাপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মীর শরীফ মাহমুদ, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ ওয়াহিদ ইকবাল, বাংলাদেশ পল্লী উন্নয়ন ও সমবায় ফেডারেশনের সভাপতি খন্দকার বিপ্লব মাহমুদ উজ্জল, পৌর বিএনপির আহবায়ক হযরত আলী মিঞা, মির্জাপুর বাজার বণিক সমিতির সভাপতি গোলাম ফারুক সিদ্দিকী, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মোজাহিদুল ইসলাম মনির, সাবেক ভিপি মাসুম, মির্জাপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুলতান উদ্দিন, শিক্ষক নেতা শহিনুর রহমান, শামীম আল মামুন, সেলিম আল মামুন ও প্রেসক্লাবের সদস্য প্রমুখ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Mirzapurpratidin এই ওয়েবসাইটের কোনো লেখা, ভিডিও বা ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
Site Customized By NewsTech.Com