1. info@mirzapurpratidin.com : admin :
  2. news@mirzapurpratidin.com : mirzapur mirzapur : mirzapur mirzapur
পৌরবাসীদের নিয়ে উন্নয়ন করতে চান মেয়র সালমা আক্তার - mirzapurpratidin.com

পৌরবাসীদের নিয়ে উন্নয়ন করতে চান মেয়র সালমা আক্তার

  • আপডেট টাইম : Thursday, February 25, 2021
  • 941 বার
smart

মো.সাজজাত হোসেন

পৌরবাসীদের নিয়ে উন্নয়ন করতে চান মির্জাপুর পৌরসভার মেয়র সালমা আক্তার।জনগণ ভালবাসে বিধায় আমাকে বিপুল ভোটের মাধ্যমে জয়যুক্ত করে তাদের প্রতিনিধি করেছেন। পৌরবাসীকে সঙ্গে নিয়েই পৌরসভার সার্বিক উন্নয়নে কাজ করে যেতে হবে।
তাই জনগণের সেবক হয়েই কাজ করে যেতে চাই। সম্প্রতি মির্জাপুর প্রতিদিন এ দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন মির্জাপুর পৌরসভার পরপর দ্বিতীয়বার নির্বাচিত মেয়র সালমা আক্তার।
সালমা আক্তার টাঙ্গাইল জেলায় পৌরসভা নির্বাচনে প্রথমবারের মতো নারী মেয়র নির্বাচিত হয়েছে। তিনি আওয়ামী লীগের প্রার্থী হিসেবে জয়লাভ করেছেন।
এলাকার উন্নয়নকাজ বিষয়ে তিনি বলেন, জনপ্রিয়তা রয়েছে বিধায় মানুষ আমাকে বিপুল ভোটে জয়যুক্ত করেছেন। আগেও সাধারণ মানুষ হিসেবে সবার সঙ্গে ছিলাম, এখনও আছি। তিনি বলেন, সবকিছু বুঝে উঠতে কিছুটা সময় লাগতে পারে। তাই চিন্তাভাবনা রয়েছে সবাইকে নিয়ে সুন্দর ও সুষ্ঠু পরিকল্পনার মাধ্যমে প্রতিটি কাজ অগ্রাধিকার ভিত্তিতে সম্পাদন করার। তবে সর্বপ্রথম দীর্ঘদিনের ভাঙা সড়কগুলো সংস্কারের মধ্য দিয়ে উন্নয়নের যাত্রা শুরু করা হবে। পাশাপাশি পয়নিষ্কাশন ব্যবস্থাপনাসহ সবকিছুই সঠিক পরিকল্পনার মাধ্যমে সম্পন্ন করে নাগরিক সেবা নিশ্চিত করা হবে বলে তিনি জানান।
মাদকের বিষয়ে তিনি বলেন, পৌর পরিষদের সকল সদস্যদের নিয়ে পৌর এলাকাকে মাদক ও সন্ত্রাশমুক্ত করতে সর্বাত্মক প্রচেষ্টা চালাবেন। এক্ষেত্রে কাউকেই ছাড় দেওয়া হবে না।
শিশু-কিশোরদের পড়াশোনা ও খেলাধুলার বিষয়ে মেয়র সালমা বলেন, মির্জাপুর শিশু থেকে শুরু করে তরুণরা পড়ালেখা ও খেলাধুলার মধ্যে সুন্দর-সাবলীল জীবন-যাপন করবে এটা সবার প্রত্যাশা। করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে প্রতিটি বিদ্যালয়ে নিয়মিত খেলাধুলাসহ অন্যান্য সকল কাজে সার্বিক সহযোগিতা করা হবে।
তিনি জানান, বেকার যুবসমাজ ও হতদরিদ্রদের নিয়ে সরকারের গৃহীত প্রতিটি প্রকল্প মির্জাপুরের মানুষ পাবে। পৌরসভার হাতে যেটুকু সুযোগ থাকবে তা সবই বেকার ও দরিদ্রদের মধ্যেই বন্টন করে দেওয়া হবে।

সালমা আক্তারের স্বামী প্রয়াত মেয়র সাহাদৎ হোসেন সুমন মির্জাপুর উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক ছিলেন। স্বামীর পথ ধরেই তিনি রাজনীতিতে আসেন। বর্তমানে তিনি পৌর আওয়ামীলীগের মহিলা বিষয়ক সম্পাদিকা ।
২০০১ সালে মির্জাপুর পৌরসভা প্রতিষ্ঠিত হয়। ২০২১ সালের ৩০ জানুয়ারি অনুষ্ঠিত পৌরসভা নির্বাচনে নৌকা প্রতীকে সালমা আক্তার ১২ হাজার ৪৫৭ ভোট পেয়ে মেয়র নির্বাচিত হয়। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী মো. শফিকুল ইসলাম ফরিদ পেয়েছেন ২ হাজার ৯১০ ভোট।
বুধবার (২৪ ফেব্রুয়ারী ২০২১) বিকেলে ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ঢাকা বিভাগীয় কমিশনার মো. খলিলুর রহমান নবনির্বাচিত মির্জাপুর পৌরসভার মেয়র সালমা আক্তার (আওয়ামীলীগ) কে শপথ পাঠ করান। পরে সাধারণ ওয়ার্ডে কাউন্সিলর ও সংরক্ষিত ওয়ার্ডে নারী কাউন্সিলরদেরও শপথ বাক্য পাঠ করানো হয়। পৌরসভার দ্বিতীয়বার মেয়র হিসেবে দায়িত্ব গ্রহণ করেন সালমা আক্তার।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Mirzapurpratidin এই ওয়েবসাইটের কোনো লেখা, ভিডিও বা ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
Site Customized By NewsTech.Com