মোঃ সাজজাত হোসেন
টাঙ্গাইলের মির্জাপুরে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগ মনোনিত চেয়ারম্যান প্রার্থীসহ চার চেয়ারম্যান ও পাঁচ ইউপি সদস্য প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে। ঋণ খেলাপি ও সঠিকভাবে ফরম পূরণ না করায় চেয়ারম্যান প্রার্থীদের মনোনয়নপত্র বাতিল করা হয়।
রোববার উপজেলার আটটি ইউপির নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে তাদের মনোনয়নপত্র বাতিল করে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তারা। সোমবার সকালে উপজেলা নির্বাচন অফিস সূত্রে এই তথ্য জানা গেছে।
মনোনয়নপত্র বাতিল চেয়ারম্যান প্রার্থীরা হলেন উয়ার্শী ইউপির বর্তমান চেয়ারম্যান ও আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মাহাবুব আলম মল্লিক, ভাতগ্রাম ইউপির স্বতন্ত্র প্রার্থী সুব্রত চৌধুরী, বাঁশতৈল ইউপির সাবেক চেয়ারম্যান আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী শামসুল আলম ও মহেড়া ইউপিতে সতন্ত্র প্রার্থী মো. টিটুল। এর মধ্যে ঋণখেলাপির কারণে মাহাবুব আলম, শামসুল আলম, মো. টিটুল এবং সুব্রত চৌধুরী সঠিকভাবে মনোনয়নপত্র পূরণ না করায় মনোনয়নপত্র বাতিল হয়েছে।
রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আলমগীর হোসেন বলেন, মাহাবুব আলম মল্লিক ঋণ খেলাপি। ন্যাশনাল ব্যাংকের মতিঝিল শাখা থেকে ঋণ নিলেও তিনি তা পরিশোধ করেননি। এ জন্য ওই ব্যাংকের খেলাপি খেলাপির তালিকায় তাঁর নাম রয়েছে। এ জন্য তাঁর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
মাহাবুব আলম মল্লিক বলেন, হাইকোর্টে রিট করেছি। সেই কাগজ নির্বাচন অফিসে ইতিমধ্যেই জমা দিয়েছি। জেলা নির্বাচন অফিসে মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে রিট করব।
এ ছাড়া অন্য স্বতন্ত্র প্রার্থীরাও প্রার্থিতা ফিরে পেতে আপিল করবেন বলে জানা গেছে।
উপজেলা নির্বাচন কর্মকর্তা শরীফা বেগম বলেন, যাদের মনোনয়নপত্র বাতিল হয়েছে তারা প্রত্যেকেই আপিল করার সুযোগ পাবেন।
Your article helped me a lot, is there any more related content? Thanks! https://accounts.binance.com/en-IN/register?ref=UM6SMJM3