1. info@mirzapurpratidin.com : admin :
  2. news@mirzapurpratidin.com : mirzapur mirzapur : mirzapur mirzapur
নিজ গ্রামে দুই ডাক্তার বোনের ফ্রি মেডিক্যাল ক্যাম্প - mirzapurpratidin.com

নিজ গ্রামে দুই ডাক্তার বোনের ফ্রি মেডিক্যাল ক্যাম্প

  • আপডেট টাইম : Friday, April 18, 2025
  • 790 বার

মো. জোবায়ের হোসেন, স্টাফ রিপোর্টার

উপজেলার বানাইল ইউনিয়নের বানাইল গ্রামের সেলিম খান ও মনোয়ারা বেগম দম্পতির দুই কণ্যা মিতু ও রিতু। তাদের মধ্যে মিতু ২০১৬ সালে এমবিবিএস পাস করে মির্জাপুরের কুমুদিনী হাসপাতাল ও উপজেলার বেশকিছু প্রাইভেট ক্লিনিকে ডাক্তারি সেবা দিয়েছেন। বর্তমানে মির্জাপুর পৌর এলাকার কুমুদিনী হাসপাতাল রোডে অবস্থিত আধুনিক হাসপাতালে গাইনি ও মেডিসিন বিশেষজ্ঞ হিসেবে সেবা দিয়ে যাচ্ছেন। অপরবোন রিতু ২০২৪ সালে এমবিবিএস সম্পন্ন করেছেন। তবে পেশাদার ডাক্তার হিসেবে এখনো কোথাও সেবা প্রদান শুরু করেননি। এক পরিবারের এই দুই ডাক্তার বোন সিদ্ধান্ত নেন নিজ গ্রাম, যেখানে জন্ম, যেখানে বেড়ে উঠা সেখানকার মানুষদের ফ্রি চিকিৎসা সেবা দেয়ার।

সেই সিদ্ধান্ত মোতাবেক শুক্রবার (১৮ এপ্রিল) সকাল ১০ টা থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত ফ্রি মেডিক্যাল ক্যাম্পের মাধ্যমে প্রায় আড়াই শতাধিক মানুষকে চিকিৎসা সেবা দিয়েছেন তারা। আরবিএস, বøাড গ্রæপিংসহ অস্থায়ী ক্যাম্পে করা যায় এমন বেশ কিছু পরিক্ষা নিরীক্ষা করে চিকিৎসা সেবা প্রত্যাশীদের বিনামূল্যে দিয়েছেন প্রায় ৩০ হাজার টাকার ঔষধ সামগ্রী। ঔষধ সামগ্রীর মধ্যে এন্টি আলসারেন্ট, এন্টি ডায়াবেটিক, ভিটামিন, ক্যালসিয়াম, মাল্টি ভিটামিন, আয়রন ও প্যারাসিটামল জাতীয় ঔষধ ছিলো বলে জানিয়েছেন তারা। দুই বোনের এমন উদ্যোগে মহাআনন্দিত তাদের এলাকার সাধারণ মানুষ।

ওই এলাকার ইঞ্জি (অবঃ) আব্দুল কাদের বলেন, আমরা তাদের নিয়ে গর্বিত। তারা ডাক্তার হয়ে নিজ এলাকার মানুষের প্রতি যে দায়িত্ববোধ দেখিয়েছে তা অনুকরণীয়, অনুসরনীয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফরিদুল ইসলাম বলেন, আমি নিজেও বিভিন্ন সময় যখন ছুটিতে বাড়ি যাই, তখন অনেক মানুষ আমার কাছে আসে। আমি তাদের সেবা দেয়ার চেষ্টা করি। নিজের এলাকার মানুষদের এই সেবা দিতে পারাটাকে আমি উপভোগ করি। ডা. মিতু ও ডা. রিতুর মতো সব ডাক্তারদেরই উচিত নিজ এলাকার মানুষদের জন্য চিকিৎসা সেবা নিয়ে এগিয়ে যাওয়া।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Mirzapurpratidin এই ওয়েবসাইটের কোনো লেখা, ভিডিও বা ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
Site Customized By NewsTech.Com