শাহ্ সৈকত মুন্না
ধর্ষণ-নিপীড়নের ঘটনায় জড়িত ও পৃষ্ঠপোষকদের অবিলম্বে গ্রেপ্তার, দৃষ্টান্তমূলক শাস্তি এবং নারীর প্রতি সহিংসতা বন্ধের দাবিতে বাংলাদেশ ছাত্রলীগের নির্দেশনানুযায়ী টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা ছাত্রলীগের নেতৃত্বে আলোক (মোমবাতি) প্রজ্জ্বলনের মাধ্যমে মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
গতকাল বুধবার (৭ অক্টোবর) সন্ধ্যায় উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে থেকে একটি প্রতিবাদ মিছিল শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে পুরাতন বাসস্ট্যান্ডের মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে এসে শেষ হয়। এ সময় বিভিন্ন প্রতিবাদি ¯েøাগানে মুখরিত হয় মিছিলটি। সমাবেশে উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. সাদ্দাম হোসেনের সভাপতিত্বে ও উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সিয়ামের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত থেকে বক্তৃতা করেন, উপজেলা যুবলীগের আহŸায়ক শামীম আল মামুন, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রিয় কমিটির সহ-সম্পাদক তাহরিম হোসেন সীমান্ত, উপজেলা যুবলীগের সদস্য শেখ লাজলুর রহমান, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি শেখ রাসেল হাসান রকি, যুগ্ম সাধারন সম্পাদক ফুয়াদ হাসান হৃদয়, সাংগঠনিক সম্পাদক জিহাদ হোসেন, পৌর ছাত্রলীগের সভাপতি আবু বকর সিকদার, সাধারণ সম্পাদক ওয়াকিল আহম্মেদ, সহ- সভাপতি খায়রুল ইসলাম আকাশ, রবিন সিকদার, ৩নং ওয়ার্ড সাধারন সম্পাদক অনিক সরকার, মির্জাপুর সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি মো. মোবারক হোসেন, সাধারণ সম্পাদক মারুফ হোসেন, ছাত্রলীগের সদস্য সাদিকুন নাহার তন্নী ও নুসরাত জাহান নোভা প্রমুখ।
এছাড়াও সহ পৌরসভার বিভিন্ন ওয়ার্ড এবং প্রতিটি ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি-সম্পাদকসহ শতাধিক নেতাকর্মী উক্ত মিছিল ও প্রতিবাদি সমাবেশে অংশ নেয়।
Leave a Reply