মোঃ নাজমুল ইসলাম
টাঙ্গাইলের মির্জাপুরে টাঙ্গাইল কিং-১২ এর উদ্যোগে ৭০টি হতদরিদ্র পরিবারের মাঝে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঈদ উপহার বিতরণ করা হয়। আজ রবিবার সকালে উপজেলার লতিফপুর ইউনিয়নের চেয়ারম্যানের বাসভবনে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে এ ‘ঈদ উপহার’ বিতরণ করা হয়।
বিতরণকৃত প্রতিটি ব্যাগে ছিল চাল, ডাল, আলু, লবন, সেমাই, চিনি, সাবান ও দুধ।
ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন লতিফপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জাকির হোসেন ও সংগঠনের এডমিন মিয়া মোঃ রবিন।
লতিফপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জাকির হোসেন বলেন, দিনমজুর ও খেটে খাওয়া মানুষের মাঝে টাঙ্গাইল কিং-১২ এর উদ্যোগে আজ ঈদ সামগ্রী বিতরণ করা হয়। তাদের এ উদ্যোগ কে আমি সাধুবাদ জানাই। তারা যেন সব সময় গরীব দুঃখী মানুষের পাশে থাকতে পারে এ দোয়া করি।
সংগঠনের এডমিন মিয়া মোঃ রবিন বলেন, আমরা টাঙ্গাইল জেলার বিভিন্ন থানার সিঙ্গাপুর প্রবাসীরা মিলে এ সংগঠনটি প্রতিষ্ঠা করি। আমাদের মূল লক্ষ্য হচ্ছে গরীব অসহায় মানুষের পাশে থাকা। এ পর্যন্ত আমরা প্রায় চার লক্ষ টাকার মত গরীব অসহায়ের মাঝে বিতরণ করেছি। এরই ধারাবাহিকতায় আজ গরীব অসহায় মানুষের তালিকা করে তাদের কাছে ‘ঈদ সামগ্রী’ বিতরণ করছি।