মোঃ মাসুদ মিয়া, মির্জাপুর প্রতিনিধি
টাঙ্গাইলের মির্জাপুরে বাংগল্যা ও তেঘুড়ী গ্রামের ৫০টি পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। আজ সোববার সকালে বাংগল্যা গ্রামের গীতা রেনেসাঁস বাংলাদেশ এর নির্বাহী সভাপতি অসিত মজুমদার শেখর এর ব্যক্তিগত ব্যবস্থাপনায় বানাইল ইউনিয়নের বাংগল্যা ও তেঘুড়ী গ্রামের ৫০ টি হতদরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করে।
Leave a Reply