টাঙ্গাইলের মির্জাপুরে আনাইতারা ইউনিয়নের শুকতা পশ্চিম পাড়া জামে মসজিদে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ একাব্বর হোসেন ও তার সহধর্মিণীর সুস্থতা কামনা করে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। আজ শুক্রবার জুমার নামাজের পর এ দোয়া মাহফিলের আয়োজন করে মসজিদ কমিটির সদস্যরা। এ ব্যাপারে মসজিদ কমিটির সভাপতি মোঃ মাসুদুর রহমান লিটু বলেন, মির্জাপুরের অভিভাবক আলহাজ্ব একাব্বর হোসেন এমপি ও ঝর্ণা হোসেন স্যারের রোগ মুক্তির জন্য শুকতা পশ্চিম পাড়া জামে মসজিদে বিশেষ দোয়া ও মোনাজাত এর আয়োজন করি। আল্লাহ যেন উনাদের দ্রুত সুস্থতা দান করেন।
Leave a Reply