মো. জোবায়ের হোসেন
গত ১৮ অক্টোবর থেকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন টাঙ্গাইল-০৭ (মির্জাপুর) আসনের টানা ৪ বারের এমপি বীরমুক্তিযোদ্ধা একাব্বর হোসেন । তিনি সড়ক পরিবহন ও যোগাযোগ মন্ত্রনালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করছেন।
উপজেলার জনপ্রিয় এই এমপির অসুস্থতার পর থেকে মসজিদ-মন্দির ও বিভিন্ন সংগঠন তার সুস্থতা কামনা দোয়া- প্রার্থনা অব্যাহত রেখেছেন। গত শুক্রবার জুমার নামাজ শেষে একযোগে উপজেলার প্রত্যেকটি মসজিদ থেকে তার সুস্থতা কামনা করে দোয়া প্রার্থনা করা হয়।
এরই ধারাবাহিকতায় শুক্রবার (২৯ অক্টোবর) বাদ জুমা মির্জাপুর পৌরসভার পুষ্টকামুরী চরপাড়া জামে মসজিদে এমপির দ্রুত সুস্থতা কামনা করে দোয়া মাহফিলের আয়োজন করে মসজিদ কমিটি। এতে দোয়া পরিচালনা করেন মসজিদ কমিটির সভাপতি নাজিমউদ্দিন।
এরআগে গত ২৬ অক্টোবর সন্ধ্যায় মির্জাপুর রিপোর্টাস ইউনিটি তাদের কার্যালয়ে এমপির দ্রুত সুস্থতা কামনা করে আরেকটি দোয়া মাহফিলের আয়োজন করে। যেখানে মির্জাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাফিজুর রহমান, মির্জাপুর পৌরসভার মেয়র সালমা আক্তার, সহকারি কমিশনার ( ভূমি) মো. জুবায়ের হোসেন, মির্জাপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. গিয়াস উদ্দিনসহ সরকার দলীয় নেতৃবৃন্দ ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, পেশাজীবি ও শ্রমজীবি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উক্ত দোয়া মাহফিলে একাত্মতা প্রকাশ করে শরিক হন মির্জাপুর প্রেস ক্লাব ও মির্জাপুর সাংবাদিক সংস্থার নেতৃবৃন্দরা।
মুঠোফোনে এমপি পুত্র ও বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সহ সম্পাদক ব্যারিস্টার তাহরীম হোসেন সীমান্ত তাঁর বাবার অবস্থা এখন কিছুটা উন্নতির দিকে জানিয়ে বলেন, আমার বাবা সারাজীবন মির্জাপুরবাসীর উন্নয়নের লক্ষ্য নিয়ে রাজনীতি করেছেন। মানুষ তাকে ভালবেসে টানা ৪ বার এমপি নির্বাচিত করেছে। জীবনের এই কঠিন সময়ে আমি আমার বাবার জন্য মির্জাপুরবাসীসহ দেশবাসীর কাছে দোয়া চাই যেন আল্লাহর রহমতে তিনি দ্রæত সুস্থ্য হয়ে আমাদের মাঝে ফিরে আসতে পারেন, মানুষের সেবা করতে পারেন।
I don’t think the title of your article matches the content lol. Just kidding, mainly because I had some doubts after reading the article.
Thank you for your sharing. I am worried that I lack creative ideas. It is your article that makes me full of hope. Thank you. But, I have a question, can you help me?