1. info@mirzapurpratidin.com : admin :
  2. news@mirzapurpratidin.com : mirzapur mirzapur : mirzapur mirzapur
শিরোনামঃ

স্ত্রী-পুত্রবধূর ঝগড়ায় জীবন গেল দুঃখু মিয়ার

  • আপডেট টাইম : Wednesday, August 31, 2022
  • 211 বার

স্টাফ রিপোর্টার

স্ত্রী ও পুত্রবধূর মধ্যে সাংসারিক কলহের মধ্যে অংশ নিয়ে ছেলের হাতে প্রাণ গেল বাবার। বুধবার (৩১ আগস্ট) দুপুরে উপজেলার জামুর্কী ইউনিয়নের আগ ধল্যা গ্রামে এই ঘটনা ঘটে।

এঘটনায় নিহত ওই ব্যক্তির নাম আনোয়ার হোসেন ওরফে দুঃখু মিয়া (৫৫)। এলাকায় তিনি দুঃখু মিয়া হিসেবেই পরিচিত। ঘটনার পর আত্মগোপনে চলে গেছেন নিহতের ছেলে অভিযুক্ত লিটন মিয়া (৩২)।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে দুঃখু মিয়ার স্ত্রী ও তার পুত্রবধূর মধ্যে সাংসারিক কলহ সৃষ্টি হয়। দুঃখু মিয়া সেই কলহে অংশ নিলে ছেলে লিটন মিয়া তাঁর সাথে বিবাদে জড়ায়। একপর্যায়ে তাদের মধ্যে ব্যাপক ধস্তাধস্তি ও কিলঘুষির ঘটনা ঘটে। এতেই মৃত্যু হয় দুঃখু মিয়ার। ঘটনার পর দুপুর আড়াইটার দিকে মির্জাপুর থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করে।

জামুর্কী ইউনিয়ন বিট কর্মকর্তা মো. বাশার মোল্লা বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং জিজ্ঞাসাবাদ করার জন্য পুত্রবধূ রাশেদাকে থানায় আনা হয়েছে। শ্বাসরোধ করার ফলে দুঃখু মিয়ার মৃত্যু হতে পারে বলে তিনি প্রাথমিকভাবে ধারণা প্রকাশ করেন।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Mirzapurpratidin এই ওয়েবসাইটের কোনো লেখা, ভিডিও বা ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
Site Customized By NewsTech.Com