স্টাফ রিপোর্টার
২০২০ সালের ১ মার্চ প্রতিষ্ঠিত ‘সেবা সংঘ’ প্রধান লক্ষ্য রক্তদান এবং পাশাপাশি সামাজিক উন্নয়নমূলক কাজ করে আসছেন। ত্রাণ বিতরণ, বস্ত্র বিতরণ, রাস্তা সংস্কার সহ দুই শতাধিক বিনামূল্যে রক্তদান করেছেন এবং নানামুখি সামাজিক উন্নয়ন মূলক কাজ করে আসছে। বুধবার সেবা সংঘের ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে বৃক্ষরোপন ও দোয়া মাহফিলের মাধ্যমে সম্পূর্ণ করেন।
সংগঠনের সভাপতি মো. নাছির উদ্দিন এবং সাধারণ সম্পাদক মো. ইফাত হোসেন জানান, সেবা সংঘের সমস্থ সেবা সম্পূন বিনামূল্যে দেওয়া হয় এবং আমাদের সংগঠনের সদস্যদের চাঁদার মাধ্যমে সংগঠনটি পরিচালিত হয়। আমরা বিগত দিনে যেভাবে সেবার কাজে নিয়োজিত থেকেছি ভবিষ্যতেও এর ধারা অব্যাহত থাকবে।