স্টাফ রিপোর্টার
টাঙ্গাইলের মির্জাপুর বাজার প্রিমিয়ার লীগের ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৬ জুন) বিকেলে মির্জাপুর শেখ রাসেল মিনি স্টেডিয়ামে এ খেলা অনুষ্ঠিত হয়। এতে মির্জাপুর কিংস একাদশ ২ উইকেটে মির্জাপুর স্টারস একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।
এ সময় প্রধান হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার তাহরীম হোসেন সীমান্ত, উদ্বোধক ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শামীম আল মামুন, বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ আজহারুল ইসলাম, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আবিদ হোসেন শান্ত, উপজেলা ছাত্র লীগের সহ সভাপতি শেখ রাসেল হাসান রকি, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সিয়াম প্রমুখ।
সভাপতিত্ব করেন উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোঃ মনিরুজ্জামান মনির।
খেলা পরিচালনা করেন দিদারুল ও সোলায়মান।