মির্জাপুর প্রতিদিন ডেস্ক
অফিস কক্ষ উদ্বোধনের মধ্যদিয়ে প্রতিষ্ঠার ২য় বর্ষে আরো একধাপ এগিয়ে গেল টাঙ্গাইলের মির্জাপুর থেকে প্রকাশিত জনপ্রিয় অনলাইন সংবাদ মাধ্যম “মির্জাপুর প্রতিদিন।” বুধবার (১৬ ডিসম্বর) সন্ধ্যায় দোয়া মাহফিলের মধ্যদিয়ে শহিদ মিনারস্থ মির্জাপুর ক্লাবের অভ্যন্তরে দুই কক্ষ বিশিষ্ট এই অফিসের উদ্বোধন করা হয়।

উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল-০৭ (মির্জাপুর) আসনের সাংসদ ও বাংলাদেশ সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মে. একাব্বর হোসেন এর পুত্র বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সহ-সম্পাদক ব্যারিস্টার তাহরীম হোসেন সীমান্ত। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. আবদুর মালেক।

মির্জাপুর পৌরসভার সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা হাজী এড. মো. মোশারফ হোসেন মনি এর সভাপতিত্বে ও রাজাবাড়ী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. মফিজুর রহমানের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন উদ্বোধক তাহরীম হোসেন সীমান্ত, প্রধান অতিথি মো. আবদুল মালেক, সহকারী কমিশনার (ভূমি) মো. জুবায়ের হোসেন, গোড়াই হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মো. মোজাফ্ফর হোসেন, মির্জাপুর সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ সালাহ উদ্দিন আহমেদ বাবর, উপজেলা জাতীয় পার্টির সভাপতি আবু আহমেদ, মির্জাপুর প্রেস ক্লাবের সাবেক সভাপতি সামছুল ইসলাম সহিদ, মির্জাপুর প্রতিদিন ডটকমের সম্পাদক মো. রায়হান সরকার রবিন, নির্বাহী সম্পাদক মো. সাদিকুল ইসলাম সজীব প্রমুখ।

এ সময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক মো. সোহেল রানা, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি হাজী মো. আবুল হোসেন, উপজেলা যুবলীগের আহবায়ক শামীম আল মামুন, যুগ্ম সম্পাদক আবিদ হোসেন শান্ত, উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. সাদ্দাম হোসেন, সাধারন সম্পাদক সাইফুল ইসলাম সিয়াম, পৌর ছাত্রলীগের সাধারন সম্পাদক ওয়াকিল আহমেদ, আলহাজ্ব শফিউদ্দিন মিঞা এন্ড একাব্বর হোসেন টেকনিক্যাল কলেজের অধ্যক্ষ মোঃ মোশাররফ হোসেন, সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ মাসুদুর রহমান, মির্জাপুর মহিলা কলেজের প্রভাষক আবেদীন জনি, মির্জাপুর এস কে পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রফিকুল ইসলাম, যুবলীগ নেতা শেখ মোহম্মদ লাজলু, আলমগীর মৃর্ধা, মির্জাপুর পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা শিব প্রসাদ সূত্রধর, পাক্ষিক নতুন প্রহর প্রত্রিকার সম্পাদক নিরঞ্জন পাল, সাংবাদিক জহিরুল ইসলাম শেলী, মির্জাপুর রিপোর্টার্স ইউনিটির সাধারন সম্পাদক মোঃ নাজমুল ইসলাম, জাতীয় সাংবাদিক সংস্থার মির্জাপুর শাখার সাধারন সম্পাদক মোঃ জুবায়ের হোসেনসহ বিভিন্ন পত্রিকা ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ। অনুষ্ঠানে সুধী সমাজ, ব্যবসায়ী, রাজনীতিবিদ, শিক্ষক ও বিভিন্ন পেশাজীবি সংগঠনের নের্তৃবৃন্দ উপস্থিত হয়ে অনুষ্ঠানকে প্রানবন্ত করে তুলেন।

অনুষ্ঠানের উদ্বোধক ব্যারিস্টার তাহরীম হোসেন সীমান্ত, প্রধান অতিথি মো. আবদুল মালেক, বিশেষ অতিথি মো. জুবায়ের হোসেন বলেন, সাংবাদিকগন হচ্ছেন জাতির বিবেক। তারা তাদের বুদ্ধি, মেধা ও লেখনী দিয়ে সমাজকে এগিয়ে নিয়ে যান। আমাদের বিশ্বাস মির্জাপুর প্রতিদিন অনলাইন নিউজ পোর্টাল বস্তুনিষ্ঠ সংবাদ ও লেখা দিয়ে সমাজ থেকে অন্ধকারকে দুর করে আলোর দিকে এগিয়ে নিয়ে যাবেন। মির্জাপুর প্রতিদিন অনলাইন নিউজ পোর্টালের সঙ্গে যারা জড়িত তাদের সভার প্রতি কৃতজ্ঞ ও ধন্যবাদ জানিয়ে সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়েছেন অনুষ্ঠানে আসা এই গুনী ব্যক্তিগন।

‘মির্জাপুর প্রতিদিন’ পত্রিকাটির সম্পাদক মো. রায়হান সরকার রবিন বলেন, নিজের সাধ্যমতো একটু একটু এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি পাঠক নন্দিত মির্জাপুর প্রতিদিনকে। সবার সহযোগিতায় বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে আরো বহুদূর এগিয়ে যেতে চাই।
Leave a Reply