মো. সাজজাত হোসেন, স্টাফ রিপোর্টার
টাঙ্গাইলের মির্জাপুরে ৩নং ফতেপুর ইউনিয়নের বিএনপির সেই ভারপ্রাপ্ত সভাপতি জালাও পোড়াও মামলার আসামী বর্তমান ফতেপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও নৌকার চেয়ারম্যান প্রার্থী মো. আব্দুর রউফ মিয়ার নির্বাচনী জনসভায় ছবি তোলাকে কেন্দ্র করে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মো. হুমায়ুন তালুকদারের ছোট ভাই যুবলীগ নেতা মো. তোজাম্মেল হোসেন তালুকদার টিটুর উপর মো. আব্দুর রউফ মিয়া ও তার ছেলে মো. আলামিন এবং তাদের সন্ত্রাসী বাহিনী হামলা চালিয়েছে। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
জানা গেছে, আজ বুধবার রাতে ফতেপুর ইউনিয়নের নৌকার চেয়ারম্যান প্রার্থীর মো. আব্দুর রউফ মিয়ার নির্বাচনী জনসভা ছিল কুরর্নী গ্রামে। উপজেলা চেয়ারম্যান মীর এনায়েত হোসেন মন্টুর বক্তব্যর ছবি যুবলীগ নেতা মো. তোজাম্মেল হোসেন তালুকদার টিটু মোবাইলে তুলতে গেলে নৌকার চেয়ারম্যান প্রার্থী মো. আব্দুর রউফ ও তার ছেলে মো. আলামিনসহ ১০-১২ জন সন্ত্রাসী বাহিনী টিটুর মোবাইল নিয়ে তার উপর হামলা চালায়।
রাতে দুই গ্রুপের মধ্যে তীব্র উত্তেজনা বিরাজ করছে। যে কোন সময় বড় ধরনের সংঘর্ষ হতে পারে বলে আশংকা করছে এলাকাবাসি।
এ ব্যাপারে মো. তোজাম্মেল হোসেন তালুকদার টিটু অভিযোগ করেন নির্বাচনে পরাজয় নিশ্চিত জেনে মো. আব্দুর রউফ ও তার ছেলে মো. আলামিনসহ ১০-১২ জন সন্ত্রাসী বাহিনী আমার উপর হামলা চালিয়েছে। তাদের দৃষ্টান্ত মুলক শাস্তির দাবী জানান। রাতে তিনি বাদী হয়ে মির্জাপুর থানায় অভিযোগ দিয়েছেন।
এ ব্যাপারে নৌকার চেয়ারম্যান প্রার্থী মো. আব্দুর রউফ মিয়া বিভিন্ন অভিযোগ অস্বীকার করে বলেন, টিটুকে কে বা কারা মেরেছে আমি জানি না । আমার বিরুদ্ধে এ অভিযোগ মিথ্যা ও বানোয়াট।
এ ব্যাপারে মির্জাপুর থানার অফিসার ইনচার্জ শেখ আবু সালেহ মাসুদ করিম বলেন, লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে। এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে।
উল্লেখ্য, মির্জাপুর উপজেলার ছয় ইউনিয়নে নির্বাচন ১৫ জুন।