মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা।
টাঙ্গাইলের মির্জাপুর পৌরসভায় একটি আরসিসি রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। বুধবার (১২ ফেব্রæয়ারি) বেলা ১১টায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন মির্জাপুর পৌরসভার প্রশাসক ও সহকারি কমিশনার (ভূমি) মাসুদুর রহমান।
পৌরসভার সংশিষ্ট সূত্র জানায়, মির্জাপুর পৌরসভার থানা মোড় থেকে ঢাকা-টাঙ্গাইল পুরাতন মহাসড়কের বারুখালি সেতু পর্যন্ত রাস্তাটির দৈর্ঘ্য ৩৪০ মিটার। রাস্তাটির নির্মাণ ব্যয় ধরা হয়েছে ৮১ লাখ ৫৮ হাজার ৯৪২ টাকা।
রাস্তার নির্মাণ কাজ উদ্বোধনকালে উপস্থিত ছিলেন পৌর প্রশাসনের ৩নং ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত সদস্য ও মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোশারফ হোসেন, ৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আলী আজম সিদ্দিকী, পৌর নির্বাহী কর্মকর্তা মো. শফিকুল ইসলাম, নির্বাহী প্রকৌশলী আইরিন সুলতানা, হিসাব রক্ষণ কর্মকর্তা মো. আবুল হাসানাত আকন, সহকারি প্রকৌশলী শেখ মঞ্জুর হোসেন প্রমুখ।