মো. জোবায়ের হোসেন
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাকুল্যা অংশে আন্ডারপাস নির্মাণের দাবিতে মানববন্ধন করেছে গোড়ান-সাটিয়াচড়া-পাকুল্যা তিন গ্রামের মানুষ। এতে নারী-পুরুষ, শিশু থেকে বৃদ্ধ, স্কুল- কলেজ ও মাদ্রাসার সহস্রাধিক মানুষ অংশ নেয়।
বুধবার (৩রা নভেম্বর) সকাল ১০ টায় মহাসড়ক সংলগ্ন গোড়ান-সাটিয়াচড়া মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনের এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে অংশ নিয়ে এলাকাবাসীদের কয়েকজন জানান, মহাসড়কের দক্ষিণপাশে তাদের একমাত্র সরকারি প্রাথমিক বিদ্যালয়, গালর্স স্কুল, তিন গ্রামের একমাত্র কবরস্থান, উত্তর পাশে কলেজ। এলাকাটি কৃষি নির্ভর হওয়ায় কৃষি কাজের স্বার্থে এপার-ওপার হতে হয় প্রতিনিয়ত। ফলে সবসময়ই মারাত্মক ঝুঁকি নিয়ে তাদের মহাসড়ক পার হতে হয়। মহাসড়ক পার হতে গিয়ে বিগত ১ বছরে অন্তত ১৮-২০ জন প্রাণ হারিয়েছেন। আন্ডারপাস হলে এই সমস্যা থাকবেনা।
মানববন্ধনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জামুর্কী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী এজাজ খান চৌধুরী রুবেল, টাঙ্গাইল জেলা ওয়াকার্স পার্টির সভাপতি গোলাম নওজব চৌধুরী পাওয়ার, আওয়ামীলীগ নেতা এডভোকেট ইলিয়াস হোসেন, এসএম জাবের মাসুদ, স্বেচ্ছাসেবকলীগ নেতা আলতাব হোসেন, গোড়ান সাটিয়াচড়া কবরস্থান কমিটির সভাপতি হাফিজুর রহমান, পাকুল্যা উত্তরপাড়া জামে মসজিদের সভাপতি হাবিবুল বারি তপন, বিএনপি নেতা ডিএ মতিন, মিনহাজ উদ্দিন প্রমুখ ।
এ বিষয়ে সাউথ এশিয়ান রিজিওনাল ইকোনমিক কো-অপারেশন (সাসেক) সড়ক সংযোগ প্রকল্পের অতিরিক্তি প্রকল্প পরিচালক মো. জিকরুল হাসান বলেন, মহাসড়কের ওই অংশে আন্ডারপাস করার সুযোগ নেই। তবে স্থানীয় সমস্যা বিবেচনা করে ওইখানে একটি ফুটওভার ব্রীজ নির্মানের বিষয়টি তাদের পরিকল্পনায় রয়েছে।
Leave a Reply