মো. নাজমুল ইসলাম
টাঙ্গাইলের মির্জাপুরে পৌর আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন ২০২১ অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার সকাল ১০ টায় মির্জাপুর সরকারি এস কে পাইলট উচ্চ বিদ্যালয় মাট প্রাঙ্গনে উক্ত ত্রি-বার্ষিক সম্মেলন ২০২১ অনুষ্ঠিত হয়। মির্জাপুরে পৌর আওয়ামীলীগের সভাপতি মো. ফরহাদ উদ্দিন আছুর সভাপতিত্তে¡ ও সাধারণ সম্পাদক মো. আলম মিয়ার সঞ্চালনায়, উদ্বোধক ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মির্জপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. একাব্বর হোসেন এম.পি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মীর এনায়েত হোসেন মন্টু, মির্জাপুর পৌরসভার মেয়র সালমা আক্তার, উপজেলা আওয়ামীলীগের সদস্য বীর মুক্তিযোদ্ধা সরকার হিতেশ চন্দ্র পুলক, উপজেলা আওয়ামীলীগের সহ- সভাপতি ও মির্জাপুর পৌরসভার সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা এ্যাড: মো. মোশারফ হোসেন মনি।
নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক মোঃ মোশারফ হোসেন মনি জানান, সভাপতি পদে দুই জন প্রার্থী মোঃ ফরহাদ উদ্দিন আছু ও মোঃ হারুন অর রশিদ এবং সাধারণ সম্পাদক পদে তিন জন প্রার্থী মোঃ আলম মিয়া, মোঃ জাহাঙ্গীর হোসেন ও আঃ জলিল খান প্রতিদ্বন্ধিতা করছে। মোট ভোটার সংখ্যা ২৫১ জন।
Leave a Reply