হারুন অর রশিদ, স্টাফ রিপোর্টার
টাঙ্গাইলের মির্জাপুরে দূর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। মির্জাপুর উপজেলা মিলনায়তনে এই বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। দূর্নীতি প্রতিরোধ মির্জাপুর উপজেলা শাখা আয়োজিত তিনদিন ব্যাপি চুড়ান্ত পর্বে উপজেলার বাছাইকৃত আটটি স্কুল অংশ গ্রহণ করে।
বুধবার (২৩ অক্টোবর) সকাল ১০টায় ফাইনাল রাউন্ডে উপজেলার রাজাবাড়ি উচ্চ বিদ্যালয়কে পরাজিত মির্জাপুর পাইলট বালিকা বিদ্যালয় (বিপক্ষ) বিজয়ী হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ নুরুল আলম বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। প্রতিযোগিতায় সেরা বিতার্কিকের পুরস্কার পান বিপক্ষ দলের দলনেতা সা. মুনতাহা। পুরস্কার বিতরণী অনুষ্টানে বক্তব্য রাখেন , সহকারি কমিশনার ভ’মি মাসুদুর রহমান, প্রাণী সম্পদ কর্মকর্তা সুভাশীষ কর্মকার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নজরুল ইসলাম,দুদকের টাঙ্গাইলের উপপরিচালক রবিউল আলম, দূর্নীতি প্রতিরোধ মির্জাপুর শাখার সভাপতি অধ্যক্ষ মো. মফিজুর রহমান, সম্পাদক মো. জাহাঙ্গীর হোসেন, প্রেসক্লাবের সভাপতি শামসুল ইসলাম প্রমুখ।