মো. জোবায়ের হোসেন, স্টাফ রিপোর্টার
টাঙ্গাইলের মির্জাপুরে উপজেলা তাঁতী লীগের সাধারণ সম্পাদক মো. ছানোয়ার হোসেনের বিরুদ্ধে এক নারীর সাথে ১১ মাস সংসার করার পর তাকে স্ত্রীর স্বীকৃতি না দেয়ার অভিযোগ উঠেছে।
শনিবার (১০ জুন) বিকেলে স্ত্রী হিসেবে স্বীকৃতির দাবি নিয়ে অভিযুক্ত ছানোয়ার হোসেনের পৌরসভার বাইমহাটীস্থ বাড়িতে গেলে তাকে মারপিট করে বাড়ি থেকে বের করে দেয়া হয় বলে অভিযোগ করেছেন তিনি। এ ঘটনায় রবিবার ( ১১ জুন) সকালে মির্জাপুর থানায় তিনি একটি লিখিত অভিযোগ দিয়েছেন বলে নিশ্চিত করেছেন ডিউটি অফিসার মো. মাহফুজুর রহমান।
সাংবাদিকদের কাছে সরবরাহ করা ওই অভিযোগপত্রের অনুলিপি ও নারীর বয়ানে দাবি করা হয়, প্রায় একবছর পূর্বে স্বামীর সাথে ডিভোর্স হওয়ার পর অভিযুক্ত ছানোয়ার হোসেন তাকে বিয়ের প্রলোভন দেখিয়ে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিলেন। একপর্যায়ে ছানোয়ারের প্রস্তাবে রাজি হয়ে স্ত্রী হিসেবে বসবাস শুরু করেন তিনি। অভিযুক্ত ছানোয়ারের কথায় ওই নারী ধর্মান্তরিত হয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেন। যদিও ধর্মান্তরিত ও বিবাহের কাগজপত্র ছানোয়ার কৌশলে তার নিজের কাছে রেখে দিয়েছেন বলে ওই নারী দাবি করেন। তিনি জানান, ছানোয়ার তাকে স্ত্রী হিসেবে প্রথমে মির্জাপুর পৌরএলাকার বাইমহাটী কবরস্থান এলাকার শাহজাহান মিয়া ও পরে একই এলাকার রফিক মাস্টারের বাড়িতে বাসা ভাড়া করে স্বামী- স্ত্রী হিসেবে যাতায়াত ও বসবাস শুরু করেন। কিন্তু ছানোয়ারের পরিবারের লোকজনের চাপে সম্প্রতি তাকে মির্জাপুর থেকে প¦ার্শবর্তী গাজীপুর জেলার কালিয়াকৈরে ভাড়া বাসায় রেখেছেন। এখন অভিযুক্ত ছানোয়ার তার ভরণপোষণ না দিয়ে স্ত্রী হিসেবে স্বীকৃতি দিতে অস্বীকৃতি জানাচ্ছে। বিয়ের শুরু থেকে বিভিন্ন সময় ওই নারীর কাছ থেকে অভিযুক্ত ছানোয়ার প্রায় দেড় লাখ টাকাও হাতিয়ে নিয়েছেন বলে দাবি করেন তিনি।
বাইমহাটী কবরস্থান এলাকার বাসিন্দা শাহজাহান মিয়ার কাছে জানতে চাইলে তিনি বলেন, গত দুই মাস পূর্বে ওই নারীকে ছানোয়ার তার দ্বিতীয় স্ত্রী হিসেবে পরিচয় দিয়ে তারা বাসা ভাড়া নেন। কিন্তু পরে তার ছানোয়ারের প্রথম স্ত্রী এসে অভিযোগ করলে আমি ওইদিনই তাদের বাসা থেকে বিদায় করে দেই।
এ বিষয়ে অভিযুক্ত ছানোয়ার হোসেনের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি সরাসরি কথা বলবেন জানিয়ে ফোন রেখে দেন ।
অভিযোগকারী ওই নারী বলেন, ন্যায় বিচারের আশায় বিষয়টি আমি থানার উর্ধ্বতন কর্তৃপক্ষকেও জানিয়েছি। ছানোয়ার আমার ও আমার পরিবারের ওপর চাপ সৃষ্টি করছে। আমি নিরাপত্তাহীনতা ভুগছি।