হারুন অর রশিদ, স্টাফ রিপোর্টার
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার ভাতগ্রাম ইউনিয়ন জামায়াতে ইসলামের জনসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৩ নভেম্বর) বিকেল ৩টায় ইচাইল বাজর মাঠে অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা জামায়াতের সেক্রেটারি হুমায়ুন কবির।
তোফাজ্জল হোসেন সরকারের সভাপতিত্বে ও আবু তালেবের পরিচালনায় জনসমাবেশে আরও বক্তব্য রাখেন জেলা কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ মাওলানা আব্দুল্যাহ তালুকদার, উপজেলা আমীর ইয়াহ ইয়াহ খান মারুফ, সেক্রটারি মুফতি আবুল কাশেম মৃধা, কবির হোসেন, সানাউল ইসলাম প্রমুখ। প্রধান অতিথি বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলাম ইসলাম ছাড়া আর কোন আদর্শকে বিশ্বাস কনে না। শেখ হাসিনাকে উদ্দেশ্য করে বলেন, বাংলাদেশে প্রধানমন্ত্রী পালায়নি যে পালিয়েছেন চোর, ভোট ডাতাত তাই তিনি পালিয়েছেন। আগামীদিনে বাংলাদেশকে একটি মডেল রাস্ট্র হিসেবে গড়তে জামায়াতের পাশে থাকার জন্য উপস্থিত জনতার প্রতি আহবান জানান।