মো. জোবায়ের হোসেন
দেশে করোনার প্রাদুর্ভাব শুরুর পর থেকেই টাঙ্গাইলের মির্জাপুরে এটি মোকাবেলায় নানাবিধ সহযোগতিা করে যাচ্ছিলেন মির্জাপুরের সন্তান ইবিএস গ্রূপ ও মধুমতি ব্যাংকের পরিচালক রাফিউর রহমান খান ইউসুফজাই।
তারই ধারাবাহিকতায় এবার তিনি মোট উপজেলায় ৩০ হাজার মাস্ক, ৬ হাজার হ্যান্ড স্যানিটাইজার ও ৮ হাজার সাবান বিতরণ শুরু করেছেন। এর অংশ হিসেবে শনিবার (১৪ই আগস্ট) দুপুরে উপজেলা নির্বার্হী কর্মকর্তা মো. হাফিজুর রহমানের কাছে ৫ হাজার মাস্ক হস্তান্তর করেন। এছাড়া শুক্রবার স্থানীয় সংসদ সদস্য মো. একাব্বর হোসেন এবং বাঁশতৈল, আজগানা ইউনিয়ন আওয়ামী লীগের নেতাদের কাছে সুরক্ষা সামগ্রী হস্তান্তর করেন তিনি।
উল্লেখ্য, ইতিপূর্বে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সেবা নিতে আসা রোগীদের বিশ্রাম নেয়ার জন্য টিন সেড ঘর নির্মাণ, করোনার শুরুর দিকে অসহায়-দুস্থদের মাঝে শুকনো খাবার এবং প্রথম সারির সম্মুখ যোদ্ধাদের মাঝে পিপিইসহ অন্যান্য সামগ্রী বিতরণ করেন রাফিউর রহমান খান ইউসুফজাই।
Leave a Reply