মির্জাপুর প্রতিদিন ডেস্ক
টাঙ্গাইলের মির্জাপুরে করোনা আক্রান্ত হয়ে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক সাংগঠনিক কমান্ডার ও দেওহাটা এ জে উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সিদ্দিকুর রহমান (৬৫) মারা গেছেন।
আজ সোমবার সন্ধ্যার দিকে গাজীপুরের শেখ ফজিলাতুন্নেছা মুজিব হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মুত্যু হয় বলে তার ছোট ভাই গোড়াই ইউপি সদস্য বীর মুক্তিযোদ্ধা শাজাহান মিয়া নিশ্চিত করেছেন। মুক্তিযোদ্ধা সিদ্দিকুর রহমানের বাড়ি উপজেলার গোড়াই ইউনিয়নের কদিম দেওহাটা গ্রামে।
পারিবারিক সূত্র জানায়, গত ১০/১২ দিন ধরে জ্বর শ্বাসকষ্টসহ করোনা উপসর্গে আক্রান্ত ছিলেন। রবিবার বিকালে তাকে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে সোমবার সকালে তাকে গাজীপুরের শেখ ফজিলাতুন্নেছা মুজিব হাসপাতালে স্থানান্তর করা হয়। চিকিৎসাধীন অবস্থায় সোমবার সন্ধ্যার দিকে তার মৃত্যু হয়। এর আগে সকালে হাসপাতালে তার করোনা পরীক্ষার নমুনা দেয়া হয়। মৃত্যুর কিছুক্ষণ পর সন্ধ্যা সাড়ে সাতটায় করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে বলে তার ছোট ভাই বীরমুক্তিযোদ্ধা শাজাহান জানিয়েছেন।
বীর মক্তিযোদ্ধা সিদ্দিকুর রহমানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. একাব্বর হোসেন এমপি, উপজেলা পরিষদের চেয়ারম্যান মীর এনায়েত হোসেন মন্টু, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মীর শরীফ মাহমুদ, মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার অধ্যাপক দুর্লভ বিশ্বাস।
Leave a Reply