স্টাফ রিপোর্টার
“শেখ হাসিনার বাংলাদেশ, ক্ষুধা হবে নিরুদ্দেশ” এই শ্লোগান কে সামনে নিয়ে উপজেলা প্রশাসন ও উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কার্যালয়ের আয়োজনে ও.এম.এস কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়। আজ বৃহস্পতিবার সকালে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা সদরের কলেজ রোডের ফরিদ ডিলারের কার্যালয়ে ১ সেপ্টেম্বর ২০২২ তারিখ হতে পরিচালিত ও.এম.এস কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়। শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ হাফিজুর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার সঞ্জয় কুমার পাল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আশরাফুজ্জামান, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা শ্যামল সরকার, মির্জাপুর থানার অফিসার ইনচার্জ শেখ আবু সালেহ মাসুদ করিম, পৌর আওয়ামীলীগের সভাপতি মোঃ হারুন অর রশিদ ও ডিলার মোঃ ফরিদ মিয়া।