খায়রুল করিম পাপন, মির্জাপুর(টাঙ্গাইল) সংবাদদাতা
ইটভাটা মালিকদের হয়রানি বন্ধে ৬ দফা দাবিতে মির্জাপুর উপজেলা প্রশাসনের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দিয়েছেন উপজেলা ইট প্রস্তুতকারী মালিক সমিতির নেতৃবৃন্দ। মঙ্গলবার (৪ মার্চ) মির্জাপুর উপজেলাসহ জেলার বারো উপজেলার নির্বাহী অফিসারের মাধ্যমে এ স্মারকলিপি প্রদান করা হয়।
বিক্ষোভ সমাবেশ ও স্মারক লিপি প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা ইট প্রস্তুতকারী মালিক সমিতির সহ সভাপতি জয়নাল আবেদীন।
এ সময় সংগঠনের নেতারা বলেন, ‘ইটশিল্পের সঙ্গে প্রায় ৫০ লাখ শ্রমিক কর্মচারী জড়িত। বিভিন্ন সময় অভিযানের নামে বিভিন্ন ইটভাটায় হানা দিয়ে জেল ও জরিমানা আদায় করা হচ্ছে। এসব হয়রানি বন্ধ না হলে ঈদের পরে বৃহত্তর আন্দোলন কর্মসূচি দিয়ে সারা দেশ অচল করে দেওয়া হবে।থ
সকালে মির্জাপুর উপজেলা পরিষদে অর্ধশতাধিক ইটভাটা মালিক ও শ্রমিক বিক্ষোভ নিয়ে যায়। এ সময় তারা সেখানে দাবিদাওয়া নিয়ে বিক্ষোভ করতে থাকেন।
কর্মসূচির প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ
ইট প্রস্তুতকারী মালিক সমিতির কেন্দ্রীয় সভাপতি ফিরোজ হায়দার খান , মির্জাপুর ইট প্রস্ততকারী মালিক সমিতির সংগ্রামী নেতৃবৃন্দের মধ্যে মোঃজুলহাস মিয়া, মোঃ জাকির হোসেন, মোঃ শহিদ মিয়া,বিল্লাল মিয়া,ইব্রাহীম মিয়া,রিয়াজুর রহমান,শাহীন আলম সহ প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি বলেন,ইটভাটা মালিকরা বিগত ৩৫-৪০ বছর যাবৎ অনেক প্রতিকূলতার মধ্য দিয়ে ইটভাটার ব্যবসা পরিচালনা করে আসছেন। এ পেশার সঙ্গে কয়েক হাজার নারী-পুরুষ জড়িত। এখন সরকার নানা অজুহাতে ইটভাটা বন্ধের চক্রান্ত করছে। এটি কখনও হতে দেওয়া হবে না বলে তিনি জানান।
#