মির্জাপুর প্রতিদিন ডেস্ক
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করেছেন আমিনুল ইসলাম। বুধবার বিদায়ী এসিল্যান্ড মো. জুবায়ের হোসেনের কাছ থেকে তিনি দায়িত্ব গ্রহণ করেন।
এর আগে তিনি টাঙ্গাইল জেলা প্রশাসকের কার্যালয়ে যোগদানের পর মির্জাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. হাফিজুর রহমানের কার্যালয়ে আসেন।
৩৬তম ব্যাচের বিসিএস ক্যাডারের এই কর্মকর্তা এর আগে নীলফামারী ও লালমনিরহাট জেলা প্রশাসকের কার্যালয়ে সহকারী কমিশনার এবং সবশেষ কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব পালন করেন।
নবাগত এই কর্মকর্তার সাথে কথা হলে তিনি সাংবাদিকদের বলেন, পূর্ববর্তী কর্মকর্তাদের কাজের ধারাবাহিকতা অব্যাহত রেখে ভূমি অফিসকে দুর্নীতিমুক্ত, জবাবদিহিতামূলক ও সহজীকরণ সেবা নিশ্চিতে আন্তরিক প্রচেষ্টা চালিয়ে যাবেন তিনি। এ জন্য তিনি সকলের সহযোগিতা কামনা করেন।