তুষার সান্যাল
টাঙ্গাইলের মির্জাপুরে আজ রোববার ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা কালে মাস্ক না পরার কারণে সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মুল) আইন, ২০১৮ মোতাবেক মির্জাপুর পুরাতন বাসস্ট্যান্ড এবং গোড়াই নামক স্থানে মোবাইল কোর্ট পরিচালনা করে ১২ হাজার ৮শত টাকা জরিমানা ও ১৬ টি মামলা করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ জুবায়ের হোসেন।
অভিযানের বিষয়ে জানতে চাইলে সহকারী কমিশনার (ভূমি) মোঃ জুবায়ের হোসেন জানান, বর্তমান পরিস্থিতির প্রেক্ষাপটে তিনি আরও বলেন, দেশের এই ভয়াবহ মূহুর্তে সকল জনগনকে আরও সচেতন হতে হবে। জনগন যেন বিনা প্রয়োজনে বাইরে না বের হয় এবং অতি প্রয়োজনে বের হলেও যেন অধিকতর নিরাপত্তা নিশ্চিত করে বের হন। এই মুহুর্তে ঘরে থাকায় করোনার সবচেয়ে বড় প্রতিরোধক।
Leave a Reply