মো.সাজজাত হোসেন, স্টাফ রিপোর্টার
হিন্দুদের ঘরবাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের প্রতিবাদে মির্জাপুরে সনাতনী ব্যানারে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করা হয়েছে।
রোববার বিকালে মির্জাপুর বাইমহাটি কালি মন্দির থেকে এ কর্মসূচি শুরু হয়। পরে মির্জাপুর বাজারের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে বাইমহাটি কালি মন্দির এসে সমাবেশ করা হয়।
দেশের বিভিন্নস্থানে হিন্দু ধর্মাবলম্বীদের মন্দির ও বাড়িঘর ভাঙচুর, অগ্নিসংযোগ, লুটপাট, নির্যাতন ও হত্যার প্রতিবাদে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। সনাতনী ব্যানারে কর্মসূচিতে মির্জাপুরের সর্বস্তরের সনাতন ধর্মাবলম্বীরা অংশগ্রহণ করে।
এ সময় বক্তব্য দেন- বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খিষ্ট্রান ঐক পরিষদের মির্জাপুর উপজেলা শাখার সভাপতি উত্তম কুমার সেন(লালু),সম্পাদক নিরঞ্জন পাল, মির্জাপুর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বিকাশ গোস্বামী, সাধারণ সম্পাদক প্রমথেশ গোস্বামী শঙ্কর, বাংলাদেশ ব্রাহ্মণ সংসদ মির্জাপুর উপজেলা শাখার সভাপতি শ্রী আশুতোষ চক্রবর্তী (লিটন) ও সাধারণ সম্পাদক সুশীল ভট্রাচার্যসহ অনেকে।
এ সময় তারা সনাতনীদের রক্ষাসহ বিভিন্ন দাবি উত্থাপন করেন। দাবিগুলো হলো- সংখ্যালঘু মন্ত্রণালয় গঠন, সংখ্যালঘু সুরক্ষা কমিশন গঠন, সংখ্যালঘুদের বিরুদ্ধে সংঘটিত সকল প্রকার হামলা প্রতিরোধে আইন, সংখ্যালঘুদের ১০ শতাংশ সংসদীয় আসন বরাদ্দ প্রদান অন্যতম। এছাড়া, দাবি মেনে না নেয়া হলে লাগাতার আন্দোলনের হুঁশিয়ারিও দেন তারা।
এতে সনাতনী নারী-পুরুষ-শিশু-কিশোর সমাবেশ ও বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেন। তাদের হাতের ফেস্টুন ও প্লাকার্টে দেখা যায়, হিন্দুদের ওপর হামলার জবাব চাই, স্বাধীন দেশে আমার ঘর পুড়ল কেন? আমরা কেন স্বাধীন নই? সহানুভূতি নয়, আমরা অধিকার চাই, হিন্দু-মুসলিম ভাই ভাই বৈষম্যের ঠাঁই নাই।