মির্জাপুর প্রতিদিন ডটকম ডেস্ক
১১৮১ জনের মুক্তিযোদ্ধা গেজেট বাতিল করে প্রজ্ঞাপন জারি করেছে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়। জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল আইন-২০০২-এর ৭(ঝ) ধারা অনুযায়ী ২০১৯ খ্রিষ্টাব্দের ১০ ডিসেম্বর তারিখে অনুষ্ঠিত জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের ৬৬তম সভার সিদ্ধান্ত অনুযায়ী গতকাল রবিবার এ প্রজ্ঞাপন জারি করা হয়।
জানা যায়, যাঁদের গেজেট বাতিল করা হয়েছে তাঁদের মধ্যে বিজিবির এক হাজার ১৩৪ জন এবং বিমানবাহিনীর ৪৭ জন সদস্য রয়েছেন। এঁরা মুক্তিযুদ্ধের পর ওই সব বাহিনীতে যোগ দেন। নিয়ম অনুসারে তাঁরা বাহিনীর সদস্য হিসেবে মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাবেন না। তাই তাঁদের স্বীকৃতি বাতিল করা হয়েছে। এঁরা নতুন আবেদন করার মাধ্যমে সাধারণ মুক্তিযোদ্ধা হিসেবে অন্তর্ভুক্ত হতে পারবেন। সূত্রঃ দৈনিক শিক্ষা
মির্জাপুরে যাদের গেজেট বাতিল হলোঃ কদিম ধল্যা গ্রামের কাজী হাবিবুর রহমানের ছেলে কাজী মাহমুদুর রহমান (বাতিলকৃত বিমানবাহিনী গেজেট ১৬১, ০৭/০৬/২০২০), আতিয়া মোঃ পুর গ্রামের মোঃ শুকুর ব্যাপারির ছেলে ময়শের আলী মিয়া, বেটরাসিন গ্রামের খোরশেদ আলী মিয়ার ছেলে শাহজাহান মিয়া, নতুন কহেলা গ্রামের আব্দুর হাকিমের ছেলে রবিউল আউয়াল, জাহাইল গ্রামের মোঃ মর্তুজা আলীর ছেলে আমজাদ আলী, ভাবখন্ড গ্রামের এরশাদ খানের ছেলে কামরুজ্জামান, আউটপাড়া গ্রামের মোঃ রাহাজ উদ্দিনের ছেলে এ বি সিদ্দিক, শুভুল্যা গ্রামের মৃত নাজিম উদ্দিন মোল্লার ছেলে মোঃ শহিদুর রহমান, বরোটিয়া গ্রামের মোঃ আবুল হোসেন খানের ছেলে আব্দুর জব্বার (বাতিলকৃত বিজিবি গেজেট ১৬০, ০৭/০৬/২০২০)।https://molwa.gov.bd/sites/default/files/files/molwa.portal.gov.bd/notices/dcf1787f_3066_4a17_b5b1_67b7457a60af/%E0%A6%9C%E0%A6%A8%E0%A7%87%E0%A6%B0%20%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%A4%E0%A6%BF%E0%A6%B2%E0%A6%95%E0%A7%83%E0%A6%A4%20%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%A8%20%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%B9%E0%A6%BF%E0%A6%A8%E0%A7%80%20%E0%A6%97%E0%A7%87%E0%A6%9C%E0%A7%87%E0%A6%9F.pdf
Leave a Reply