মো. জোবায়ের হোসেন
টাঙ্গাইলের মির্জাপুরে অগ্রাধিকার তালিকাভুক্ত ১৬০ জন কৃষকের মাঝে প্রণোদনা হিসেবে বীজ ও সার বিতরণ করেছে উপজেলা কৃষি বিভাগ। এতে জনপ্রতি ৫ কেজি মাসকলাই বীজ, ১০ কেজি ডিএপি সার ও ৫ কেজি এমওপি সার বরাদ্দ করা হয়েছে বলে জানিয়েছেন উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ মশিউর রহমান।
বৃহস্পতিবার ( ২৩ সেপ্টেম্বর) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাফিজুর রহমান এই প্রণোদনা বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন। সেসময় উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ মশিউর রহমান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. উজ্জল হোসেন, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মো. ফরহাদ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
সার ও বীজ পেয়ে ওেহাটা উপজেলার গোড়াই ইউনিয়নের দেওহাটা গ্রামের কৃষক গোলাম মোস্তফা বলেন, বন্যায় তার অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। এখন সরকার থেকে প্রণোদনা হিসেবে উন্নত মানের মাসকলাই বীজ ও সার পেয়ে আমি দারুণভাবে উপকৃত। সরকার ও উপজেলা কৃষি বিভাগকে ধন্যবাদ।
কৃষি কর্মকর্তা মোহাম্মদ মশিউর রহমান বলেন, উপজেলা ২০২১-২২ অর্থবছরে খরিপ-২/২০২১-২২ মৌসুমে মাসকলাইয়ের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষকের মাঝে প্রণোদনা হিসেবে এই বীজ ও সার বিতরণ করা হয়েছে।
Your article helped me a lot, is there any more related content? Thanks!
Thank you for your sharing. I am worried that I lack creative ideas. It is your article that makes me full of hope. Thank you. But, I have a question, can you help me?
Thanks for sharing. I read many of your blog posts, cool, your blog is very good.