মো. জোবায়ের হোসেন
টাঙ্গাইলের মির্জাপুরে মশক নিধনে স্প্রে কার্যক্রম শুরু করেছে মির্জাপুর পৌরসভা। আজ রোববার (৮ই আগস্ট) উপজেলা প্রশাসন চত্বরে এই কার্যক্রমের উদ্বোধন করেন মির্জাপুর পৌরসভা মেয়র সালমা আক্তার। সে সময় মির্জাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাফিজুর রহমানসহ মির্জাপুর পৌরসভার কাউন্সিলরবৃন্দ উপস্থিত ছিলেন।
মির্জাপুর পৌরসভার মেয়র সালমা আক্তার বলেন, মশক নিধনের এই কার্যক্রম চলমান থাকবে এবং পর্যায়ক্রমে পৌরসভার ৯টি ওয়ার্ডেই এই কার্যক্রম পরিচালনা করা হবে। এছাড়া ডেঙ্গুর বিস্তাররোধে সবাইকে সচেতন ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান।
Thank you for your sharing. I am worried that I lack creative ideas. It is your article that makes me full of hope. Thank you. But, I have a question, can you help me? https://www.binance.com/es/register?ref=T7KCZASX