এস এম এরশাদ
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে টাঙ্গাইল—৭ মির্জাপুর আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী মধুমতি ব্যাংকের পরিচালক উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা রাফিউর রহমান খান ইউসুফজাই সানি চৌধুরী নির্বাচনী প্রচারণা চালিয়েছেন। বুধবার উপজেলার জামুর্কী ইউনিয়নের বিভিন্ন গ্রামে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তিনি প্রচারণা চালান। এছাড়া তিনি ওয়ার্ড আওয়ামী লীগসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন। বিকেলে পাকুল্যা শ্রী শ্রী রাধা কালাচাঁদ বিগ্রহ মন্দির কমিটির উদ্যোগে উল্টো রথযাত্রায় আসা ভক্তদের সাথেও সানি চৌধুরী শুভেচ্ছা বিনিময় করেন।
এসময় জামুর্কী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইলিয়াস আহমেদ, জামুর্কী ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি মাকসুদুর রহমান খান ইউসুফজাই রেমন চৌধুরী, জামুর্কী ইউনিয়ন যুবলীগের সভাপতি জাকির হোসেন চৌধুরী সিজার, সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান পরাগ প্রমুখ উপস্থিত ছিলেন।