হারুন অর রশিদ, স্টাফ রিপোর্টার
বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির শিশু বিষয়ক সম্পাদক ও সাবেক এমপি আবুল কালাম আজাদ সিদ্দিকী বলেছেন, পতিত সৈরাচারের প্রধানমন্ত্রীর নাম শেখ হাসিনা হওয়ায় হাসিনা নাম এখন ঘৃনায় পরিনত হয়েছে। কোন পিতা-মাতা তাদের কন্যা সন্তানের নাম হাসিনা রাখতে চাইনা। তিনি বৃহস্পতিবার টাঙ্গাইলের মির্জাপুরে ভবানী প্রসাদ সাহা সরকারি কলেজ আয়োজিত জুলাই- আগস্টে শহীদ ও আহতদের স্বরণে স্বরণসভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
বিকেল দুইটায় কলেজ মিলনায়তনে উপাধ্যক্ষ তাহমিনা জাহানের সভাপতিত্বে ও কলেজের শিক্ষক আব্দুল মালেকের পরিচালনায় আরও বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট আব্দুর রউফ, সহকারি অধ্যাপক সানোয়ার হোসেন,পৌর বিএনপি’র সম্পাদক এসএম মহসীন, সমন্বনয়ক ইমন সিদ্দিকী, আন্দোলনে আহত সুজন, চোখ হারানো হিমেল প্রমুখ। এর আগে জুলাই-আগস্ট আন্দোলনে আহতদের ফুলেল শুখেচ্ছা জানানো হয়। প্রধান অতিথি বলেন, অন্তর্ভর্তি সরকার জনগণের মান্ডেট পাওয়া সরকার নয় তাই সীমিত সংস্কার করে জনগণের মান্ডেট দেয়া সরকারের কাছে ক্ষমতা দিতে হবে। তিনি আরও ৫২ এর ভাষা আন্দোলন, ৬২ এর শিক্ষা আন্দোলন ও ৭১ এর স্বাধীনতা আন্দোলনের ২০২৪ এর আন্দোলন ১৭ বছরের একটি আন্দোলনের ফসল। পরিশেষে প্রধান অতিথি বলেন, সকল দলের অংশ গ্রহণে নির্বাচন হবে। আমরা কোনো ডামি নির্বাচন চাই না।