মো. জোবায়ের হোসেন, স্টাফ রিপোর্টার
টাঙ্গাইলের মির্জাপুরে জাতীয় দৈনিক বাংলাদেশ বুলেটিন পত্রিকার ৬ষ্ঠ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শনিবার (২৫ নভেম্বর) সন্ধ্যায় মির্জাপুর পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত মির্জাপুর সাংবাদিক সংস্থার কার্যালয়ে কেক কাটা, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় দৈনিক বাংলাদেশ বুলেটিন পত্রিকার মির্জাপুর উপজেলা প্রতিনিধি মো. শামীম মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মির্জাপুর পৌর আওয়ামী লীগের সভাপতি হারুন-অর রশিদ খান।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মির্জাপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আলম মিয়া, উপজেলার ভাদগ্রাম ইউনিয়ন পরিষদের ৫ নং ওয়ার্ডের মেম্বার জাহাঙ্গীর হোসেন বাদশা, মির্জাপুর সাংবাদিক সংস্থার সহ-সভাপতি মো. কাইয়ুম মিয়া, সাধারণ সম্পাদক মো. জোবায়ের হোসেন, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. মিনহাজ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মো. সানোয়ার হোসেন, কার্যকরী সদস্য মো. রুবেল মিয়া, সদস্য মো. সাইফুল ইসলামসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।