1. info@mirzapurpratidin.com : admin :
  2. news@mirzapurpratidin.com : mirzapur mirzapur : mirzapur mirzapur
মির্জাপুরে ডাকাতিকালে ট্রাক ড্রাইভার খুনের ঘটনায় গ্রেপ্তার ৬ - mirzapurpratidin.com
শিরোনামঃ
মির্জাপুরে সুরে সুরে দর্শক মাতালেন সুর সম্রাট মশিউর রহমান মির্জাপুরে রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করলেন পৌর প্রশাসক মির্জাপুরে আন্দোলনে হিমেলের দুচোখ অন্ধের মামলায় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার আল্লাহর গজব পড়েছে আ.লীগের উপর: সাবেক এমপি কালাম মির্জাপুরে স্কাউটস নির্বাচনে ভোটে সহিনুর, ফরহাদ ও সেলিম বিজয়ী মির্জাপুরে ছাত্র শিবিরের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন মির্জাপুরে মেডিকেল ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ ৮ শিক্ষার্থীকে সংবর্ধনা মির্জাপুরে ক্ষুদে শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করলেন ইউএনও মির্জাপুরে আ.লীগের উন্নয়ন কাজের ফলক ভাঙার চেষ্টায় গণপিটুনি মির্জাপুরে আধিপত্য কেন্দ্রিক হামলা-পাল্টা হামলায় আতঙ্ক

মির্জাপুরে ডাকাতিকালে ট্রাক ড্রাইভার খুনের ঘটনায় গ্রেপ্তার ৬

  • আপডেট টাইম : Monday, February 19, 2024
  • 215 বার

মো. জোবায়ের হোসেন, স্টাফ রিপোর্টার

টাঙ্গাইলের মির্জাপুরে ডাকাতিকালে ট্রাক ড্রাইভার নাজমুল ওরফে আজিমুলকে খুনের দায়ে ৬জনকে গ্রেপ্তার করেছে মির্জাপুর থানা পুলিশ। গ্রেপ্তারকৃতদের মধ্যে দুইজন হত্যাকাÐের দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। অপর চারজনকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশের পক্ষ থেকে ৭ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে।

সোমবার (১৯ ফেব্রæয়ারি) দুপুরে প্রেস রিলিজের মাধ্যমে এসব তথ্য জানান মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রেজাউল করিম।

এ ঘটনায় গ্রেপ্তারকৃত হলেন, উপজেলার পৌরসভা এলাকার বাইমহাটী গ্রামের মো. সাঈদ এর ছেলে নাদিম (৩১), লতিফপুর ইউনিয়নের বান্দরমারা গ্রামের পাষান খানের ছেলে মো. সাদ্দাম (৩৪), বাইমহাটী গ্রামের মৃত সামাদ আলীর ছেলে মো. ইয়াছিন (২৩), বাগজান গ্রামের মৃত নুরুল হকের ছেলে মো. লাভলু মিয়া (৩১), বাইমহাটি গ্রামের বাদশা মিয়ার ছেলে মো. ফজল (৩৯), সিংজুরি গ্রামের মো. বোরহান মিয়ার ছেলে মো. সোহেল মিয়া (৩২)। এদের মধ্যে নাদিম ও সাদ্দাম হত্যার দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

প্রসঙ্গত, গত ১৭ই ফেব্রæয়ারি নারায়ণগঞ্জ থেকে ভুট্টা বোঝাই করে বগুড়ার দিকে যাওয়ার সময় রাত ১ টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কুমারজানি ( মা সিএনজি ফিলিং স্টেশন এর ১০০ গজ পূর্বে) অংশে পৌছলে সেখানে ওৎ পেতে থাকা ডাকাতদলের সদস্যদের হামলার শিকার হন ট্রাক ড্রাইভার নাজমুল। ডাকাতদলের সদস্যরা তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে সঙ্গে থাকা নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যায়। সেসময় ট্রাক ড্রাইভারের শ্যালক তালেব দৌঁড়ে জীবন রক্ষা ও ডাক চিৎকার দিলে ডাকাত দলের সদস্যরা পালিয়ে যায়। এর কিছুক্ষণ পর পুলিশ ঘটনাস্থলে পৌছে আহত ট্রাক ড্রাইভারকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রেজাউল করিম বলেন, এই ঘটনায় জড়িত আরেকজন আসামীকে গ্রেপ্তারের জোর চেষ্টা করা হচ্ছে। আসামীরা প্রত্যেকেই পেশাদার অপরাধী। তাদের সবার বিরুদ্ধে চুরি, ছিনতাই, ডাকাতি ও মাদকের একাধিক মামলা রয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Mirzapurpratidin এই ওয়েবসাইটের কোনো লেখা, ভিডিও বা ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
Site Customized By NewsTech.Com