মো. জোবায়ের হোসেন, স্টাফ রিপোর্টার
টাঙ্গাইলের মির্জাপুরে ডাকাতিকালে ট্রাক ড্রাইভার নাজমুল ওরফে আজিমুলকে খুনের দায়ে ৬জনকে গ্রেপ্তার করেছে মির্জাপুর থানা পুলিশ। গ্রেপ্তারকৃতদের মধ্যে দুইজন হত্যাকাÐের দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। অপর চারজনকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশের পক্ষ থেকে ৭ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে।
সোমবার (১৯ ফেব্রæয়ারি) দুপুরে প্রেস রিলিজের মাধ্যমে এসব তথ্য জানান মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রেজাউল করিম।
এ ঘটনায় গ্রেপ্তারকৃত হলেন, উপজেলার পৌরসভা এলাকার বাইমহাটী গ্রামের মো. সাঈদ এর ছেলে নাদিম (৩১), লতিফপুর ইউনিয়নের বান্দরমারা গ্রামের পাষান খানের ছেলে মো. সাদ্দাম (৩৪), বাইমহাটী গ্রামের মৃত সামাদ আলীর ছেলে মো. ইয়াছিন (২৩), বাগজান গ্রামের মৃত নুরুল হকের ছেলে মো. লাভলু মিয়া (৩১), বাইমহাটি গ্রামের বাদশা মিয়ার ছেলে মো. ফজল (৩৯), সিংজুরি গ্রামের মো. বোরহান মিয়ার ছেলে মো. সোহেল মিয়া (৩২)। এদের মধ্যে নাদিম ও সাদ্দাম হত্যার দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
প্রসঙ্গত, গত ১৭ই ফেব্রæয়ারি নারায়ণগঞ্জ থেকে ভুট্টা বোঝাই করে বগুড়ার দিকে যাওয়ার সময় রাত ১ টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কুমারজানি ( মা সিএনজি ফিলিং স্টেশন এর ১০০ গজ পূর্বে) অংশে পৌছলে সেখানে ওৎ পেতে থাকা ডাকাতদলের সদস্যদের হামলার শিকার হন ট্রাক ড্রাইভার নাজমুল। ডাকাতদলের সদস্যরা তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে সঙ্গে থাকা নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যায়। সেসময় ট্রাক ড্রাইভারের শ্যালক তালেব দৌঁড়ে জীবন রক্ষা ও ডাক চিৎকার দিলে ডাকাত দলের সদস্যরা পালিয়ে যায়। এর কিছুক্ষণ পর পুলিশ ঘটনাস্থলে পৌছে আহত ট্রাক ড্রাইভারকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রেজাউল করিম বলেন, এই ঘটনায় জড়িত আরেকজন আসামীকে গ্রেপ্তারের জোর চেষ্টা করা হচ্ছে। আসামীরা প্রত্যেকেই পেশাদার অপরাধী। তাদের সবার বিরুদ্ধে চুরি, ছিনতাই, ডাকাতি ও মাদকের একাধিক মামলা রয়েছে।