মো. জোবায়ের হোসেন, স্টাফ রিপোর্টার
টাঙ্গাইলের মির্জাপুরে সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা হুসেইন মুহাম্মদ এরশাদ এর ৪র্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ( ১৪ জুলাই) সকালে মির্জাপুর প্রেসক্লাবে উপজেলা ও পৌর জাতীয় পার্টির উদ্যোগে এই দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা জাতীয় পার্টির আহবায়ক আবু আহমেদ এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব আবুশ কাশেম ও পৌর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আশরাফ আহমেদ। বক্তারা রাষ্ট্র পরিচালনাকালে হুসেইন মুহাম্মদ এরশাদের বিভিন্ন জনকল্যাণমূলক কাজের স্মৃতিচারণ করে তাঁর আত্মার মারফিরাত কামনা করেন। অনুষ্ঠানে জাতীয় পার্টির বিভিন্ন পর্যায়ের প্রায় শতেক নেতাকর্মী উপস্থিত ছিলেন। দোয়া পরিচালনা করেন মির্জাপুর থানা মসজিদের ঈমাম মাওলানা ফরিদুল ইসলাম।