মো. জোবায়ের হোসেন, স্টাফ রিপোর্টার
সরকারি নির্দেশনা মোতাবেক সারাদেশের ন্যায় টাঙ্গাইলের মির্জাপুরেও ইঁদুর নিধন অভিযান শুরু হয়েছে। মঙ্গলবার (১৮ই অক্টোবর) বিকেলে উপজেলা পরিষদ কনফারেন্স রুমে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়।
উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ সঞ্জয় কুমার পাল বলেন, প্রতিবছর সারাদেশে প্রায় ১০-১২ টন খাদ্য নষ্ট করে ইঁদুর। যা ৪০-৫০ লক্ষ মানুষের খাদ্য চাহিদার সমান। এছাড়া ইঁদুর প্রায় ৪০ ধরনের রোগ ছড়ায়। আর একজোড়া ইঁদর বছরে প্রায় ২-৩ হাজার বাচ্চা জন্ম দেয়। তাই ১১ অক্টোবর থেকে ১০ নভেম্বর পর্যন্ত বিশেষভাবে ইঁদুর নিধনের বিভিন্ন কৌশল সম্পর্কে আমরা সচেতনতা বৃদ্ধির কার্যক্রম গ্রহণ করা হয়েছে। যাতে সারাবছরই সাধারণ মানুষ কৌশলগুলো ব্যবহার করে ইঁদুর নিধন করতে পারে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাফিজুর রহমানের সভাপতিত্বে ইঁদুর নিধন অভিযান ২০২২ এর উদ্বোধন করা হয়। সেসময় উপজেলা কৃষি বিভাগের কর্মকর্তা-কর্মচারিসহ স্থানীয় কৃষকরা উপস্থিত ছিলেন।