মো. জোবায়ের হোসেন, স্টাফ রিপোর্টার
টাঙ্গাইলের মির্জাপুরে রাতের আধারে সড়ক নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর ফলক ভাঙার চেষ্টাকালে দুইজনকে ধরে গণপিটুনি দিয়েছে স্থানীয় জনতা। ওই দুই ব্যক্তির একজন মির্জাপুর পৌর আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক শরিফ সিকদার ও অপরজন উপজেলা শ্রমিকদলের প্রচার সম্পাদক আবুল কালাম বলে নিশ্চিত হওয়া গেছে।
শনিবার (১৮ জানুয়ারি) রাতে ঘটনার সতত্যা নিশ্চিত করেছেন স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য শফিকুল ইসলাম শ্যামল। গত ১৬ জানুয়ারি রাতে উপজেলার ভাওড়া ইউনিয়নের কামারপাড়া গ্রামে ঘটনাটি ঘটার পর ফেসবুকে আলোচিত হয়। গুরুত্বপূর্ণ গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের অধীনে নির্মিত ‘কামারপাড়া-শশধরপট্টি’ ওই সড়কটির ভিত্তি প্রস্তর স্থাপন করেছিলেন সদ্য সাবেক সংসদ সদস্য এমপি খান আহমেদ শুভ।
এলাকাবাসী জানায়, বৃহস্পতিবার ১৬ জানুয়ারি সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার ভাওড়া ইউনিয়নের ‘কামারপাড়া-শশধরপট্টি’ সড়কের ভিত্তি প্রস্তর ফলকটি আবুল কালাম ও শরিফ সিকদার ভাঙতে শুরু করে। খবর পেয়ে ওই ওয়ার্ডের মেম্বার শ্যামল তাদের পরিচয় জানতে চাইলে তারা সড়ক ও জনপদ বিভাগের কর্মকর্তা পরিচয় দেন। মেম্বার ভিত্তি প্রস্তর ভাঙার বিষয়ে কাগজ চাইলে তারা দেখাতে পারেনি। এসময় কামারপাড়া বাজারে থাকা সাধারণ মানুষ ক্ষিপ্ত হয়ে তাদের দুজনকে আটক করে গণপিটুনি দেয়। এরপর ক্ষমা চেয়ে আবুল কালাম ও শরিফ সিকদার সেখান থেকে চলে আসেন।
উপজেলা শ্রমিকদলের সভাপতি কুব্বত আলী মৃধা বলেন, যদি এ ধরনের কোন কাজ আমার দলের কেউ করে থাকে তাহলে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।
উপজেলা প্রকৌশলী মনিরুল সাজ-রিজন জানান, বিষয়টি আমি অবগত নই, যদি কেউ ভিত্তি প্রস্তর ভেঙে থাকে তাহলে তাদের ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।