হারুন অর রশিদ, স্টাফ রিপোর্টার
টাঙ্গাইলের মির্জাপুরে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা মির্জাপুর উপজেলা সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে। সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা প্রশাসক এবিএম আরিফুল ইসলাম সভাপতিত্ব করেন।
বৃহস্পতিবার (২৮ নভেম্বর ) সকাল ১০টায় সহকারি কমিশনার ভূমি মো. মাসুদুর রহমানের পরিচালনায় বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম আরিফুল ইসলাম, স্বাস্থ্য ও পরিবার কর্মকর্তা ডাক্তার ফরিদুল ইসলাম, মির্জাপুর থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মো. মোশারফ হোসেন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, সাংবাদিক মীর আনোয়ার হোসেন টুটুল, নাজমুল ইসলাম প্রমুখ। সভায় মাদক নির্মুল, চুরিরোধসহ আইন- শৃঙ্খলার উন্নয়নে পরবর্তি করনীয় বিষয়ে আলোচনা করা হয়। এর পর টাঙ্গাইলের মির্জাপুরে বিজয় দিবস ১৬ ডিসেম্বর উদযাপনে প্রস্তুতি কমিটির সভা মির্জাপুর উপজেলা সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে। সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা প্রশাসক এবিএম আরিফুল ইসলাম সভাপতিত্ব করেন।