স্টাফ রিপোর্টার
টাঙ্গাইলের মির্জাপুরে ব্যক্তিগত উদ্যোগে দুইটি ইউনিয়নে দুই হাজার ফলজ গাছ বিতরণ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাকিলা বিনতে মতিন।
গতকাল মঙ্গলবার উপজেলার বানাইল ও আনাইতারা ইউনিয়নে ফলজ গাছের চারা রোপন ও বিতরণ করা হয়। এর আগে ভাওড়া, গোড়াই, উয়ার্শী, আজগানা, বাঁশতৈল, তরফপুর ও জামুর্কী ইউনিয়নে সাত হাজার গাছের চারা বিতরণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাকিলা বিনতে মতিন, উপজেলা কৃষি কর্মকর্তা সঞ্জয় কুমার পাল ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শাকিলা বিনতে মতিন বলেন, বিলুপ্তপ্রায় দেশীয় ফলজ বৃক্ষ বিলুপ্তির হাত থেকে রক্ষা করা এবং নতুন প্রজন্মকে দেশীয় ফলজ বৃক্ষ রোপণে উদ্বুদ্ধ করাই এ কর্মসূচি উদ্দেশ্য।