শাহ সৈকত মুন্না, স্টাফ রিপোর্টার
বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট থেকে করোনাকালীন মাননীয় প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তার দ্বিতীয় পর্যায়ের চেক বিতরণ করা হয়। আজ বুধবার (১০ আগস্ট) সকাল দশটায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে চেক বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আমিনুল ইসলাম, টাঙ্গাইল জেলার সহকারী কমিশনার দ্বীপ ভৌমিক, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি এডভোকেট জাফর আহমেদ, টাঙ্গাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী জাকিরুল মওলা প্রমুখ। টাঙ্গাইল জেলার মোট ২১ জন সাংবাদিককে দশ হাজার টাকার চেক প্রদান করা হয়।
মির্জাপুর থেকে মীর আনোয়ার হোসেন- দৈনিক ইত্তেফাক, মো. নাজমুল ইসলাম- এশিয়ান টিভি, নিরঞ্জন পাল- জনকন্ঠ, মো. এরশাদ মিঞা- কালের কন্ঠ, মোহাম্মদ শামসুল ইসলাম- সংবাদ, মো. রায়হান সরকার রবিন- বাংলাদেশ টুডে, শাহ সৈকত মুন্না- অধিকার, উত্তম বণিক- নতুন প্রহর, মোহাম্মদ মোজাম্মেল হক- বিজয় টিভি, জহিরুল ইসলাম- ভোরের কাগজ এই ১০ জন সংবাদিক চেক পেয়েছেন বলে জানা যায়।