১.
তোমার গভীর চোখে হেমন্তের ধান
অপার বিস্ময়ে দেখি তারার ঝলক
চারিপাশে শোনা যায় মৃত্তিকার গান
বুকের গভীরে ওঠে প্রেমের বলক।
ধানের শরীরে ধান, প্রাণে উচ্ছলতা
বরষার জলে এসো মাঠে চাঁদ আঁকি
আমাকে জড়িয়ে ধরো প্রিয় স্বর্ণলতা
নীল জোছনার ঠোঁটে পুষ্পরেণু মাখি।
অধরা নদীর জলে শুনি তার গীত
অধীর প্রেমের নৃত্য কোমল শরীর
দাও আগামীর আলো হারাই অতীত
দানা সব নাও দেহে সোনালি জরির।
ওই আছে ফুল্লরী ঝিনুকের হাট
তুমিই শেখাও নারী চুম্বনের পাঠ।
২.
এই নদী নীল জলে ঢেউ তোলে ধায়
মোহনায় বসে শুনি বাতাসের গান
বাঁকে বাঁকে নেশা তার তিমিরে হারায়
বলে না কিছু সে শুধু কেড়ে নেয় প্রাণ।
জবান খোলে না তার দেখে না এ মাঝি
ঝড়ের তা-বে যার ছিঁড়ে শুধু পাল
এ জীবন পুরোটাই সঁপে দিতে রাজি
¯্রােতের গভীরে ধরে উজানের হাল।
জলের কুমারী তুমি জীবনই জল
নৃত্য আর গীতে যদি উচাটন মন
জীবনের গান যদি হয় পরিমল
এসো তবে খুঁজে নিই গহিনের বন।
শিখব তোমার কাছে জীবনের গান
বৃক্ষ পক্ষি নদী সাক্ষীÑ দলাম জবান।
৩.
এমন বৃষ্টির দিনে বাতায়ন পাশে
ঘোর একাকী বৃষ্টির আবেশে মগন
ঘনায়িত কালো মেঘ অপার আকাশে
নিসর্গ ব্যাপৃত ¯œানে মধুর স্বনন।
দূরের মল্লিকা বন ¯িœগ্ধ পরিপাটি
অপরূপ মোহনময়ী কেড়ে নেয় চোখ
তাকায় নিচোল খুলে লাজুক দোপাটি
আমাকে ঘিরে আছে নিগূঢ় মায়ালোক।
বৃষ্টির শরীর যেন তোমার শরীর
সৌরভ ছড়িয়ে পড়ে বাতাসের গায়
পাতায় পাতায় রং নিষিক্ত গভীর
মনের প্রেমের গীত গহনে বাজায়
তুমি ছাড়া মায়ালোক নিরেট আঁধার
একবার এসো তুমি আলোর আধার।
৪.
তোমাকে দিয়েছি সব কিছু নেই হাতে
এই দেহ এই প্রাণ কুড়ানো কুসুম
মালতী মল্লিকা চাঁপা সোনালি প্রভাতে
তবু কেন কেড়ে নাও নিশীথের ঘুম?
শূন্য হাতে কিছু নেই রক্তজবা ছাড়া
তুমুল আঁধার আর বধিরের শোক
বিপন্ন সাগর তীরে বিষাদের মুখ
ভাঙনের পাড়ে আমি সর্বকূল হারা।
আমার ভাঙে না সেই নিশার স্বপন
শিউলি বকুল আর গোলাপ শেফালি
হৃদয়ও কেটে নাও করে ফালি ফালি
মনের গভীরে করো প্রেমের বপন।
মনোলোকে দাও তবু সুধাময় প্রেম
তোমার পরশে জানি ধূলি হয় হেম।
৫.
দূর চরাচরে একা কীভাবে কখন
এখানে এলাম হায়! পথে পথে হাঁটি
অচেনা প্রান্তরে পথ, গাছ, পাখি, মাটি
অজানা বলয় জুড়ে, পুড়ে কবিমন
সহসা নদীর জল উতলা ধারায়
বুকের গভীরে ওঠে ঝড় থরোথর
তখন ছড়ায় আলো তারায় তারায়:
তোমার উজ্জ্বল চোখ—আকাশে নিথর।
এই শূন্য চরাচরে মাটির সুবাসে
ডুবে থাকি; পুষ্পরেণু মাখি গায়ে; এসো
বালিহাঁস হয়ে ভেসে বেড়াই বাতাসে
অন্তহীন পথে যাত্রা যদি ভালোবেসো
পুণ্যতায় ভরে দেব যন্ত্রণার মুখ
সুখে লীন হই ভুলে নাগরিক দুখ।
৬.
সহসা দেখেছি আজ তুমি হেঁটে গেলে
এই পথে; কী অবাক কা- গেল ঘটে!
পথপাশে বৃক্ষরাজি পুষ্প দিল মেলে
আলোর পাখিরা উড়ে এসে বসে বটে
সজীব পাতারা দোলে ধূলিবালি ঝেড়ে
সারাটা পথ ছেয়ে গেল মল্লিকার ফুলে
সমস্ত মানুষ মূঢ়— দৃষ্টি নিলে কেড়ে
আলোর মানবী যায় জলের কল্লোলে।
পথে পথে ফুল আর পাখির মহড়া
অসহায় চোখে দেখি বেনারশি চুল
ওষ্ঠাধরে দীপ্যমান সেতারা জোহরা
অধর চুম্বনে করো জীবন উসুল।
পাখির শরীর যদি শুধু ঢাকা থাকে
বিফল সঙ্গীত বাজে জীবনের বাঁকে।
৭.
খ-িত সাঁকোর মতো ন্যুব্জ হয়ে পড়ে
আছি; অভ্যস্ত জীবন, প্রিয় পদাবলি
বুকের গহিনে কাঁদে গুমড়ে গুমড়ে
তোমার পদ্মচরণে দেব অঞ্জলি
কখন আসিবে ভোর, শিশিরের মতো
পুষ্প পাপড়িতে ঢেকে দেব রাতুল পা
রোদের রেণুতে মেখে দেব গৌরীর গা
দ্যাখো— তটে পড়ে আছি কতটা আহত!
তুমি যে আলোর নদী নিরন্তর বও
ছুটন্ত বালিকা এক, নিঃসীম পানে
ক্ষণকাল তিষ্টে যদি দুটি কথা কও
দেখবে আলোর পাখিরা কত প্রেম আনে!
চুম্বনের আলো দেব ঢেউয়ের ঠোঁটে
হাত ধরো দোঁহে যাই নদী হয়ে ছোটে।
৮.
রামগিরির চূড়ায় আমি যক্ষ নই
দেখা পাইনি কখনো আষাঢ়ের মেঘ
শ্রাবণের বারিধারা পাব বলো কই
কী করে পাঠিয়ে বার্তা জানাব আবেগ?
কোথা পাব বলো আজ পুবের বাতাস
কোথা গেলে পাব বলো বিরহের দূত
তোমার অভাবে ব্যাপ্ত সকল প্রশ্বাস
মহাশূন্যে ঘিরে আসে ধূলিকণা সোঁত।
যেমন মানুষ হই প্রেম তুচ্ছ নয়
বুনো মন বনে বাস ভক্ত একলব্য
তুমি পারো নারী; তবে, যদি করো সভ্য
আঙুল ছাড়াও নিয়ো কর্তিত হৃদয়।
চারপাশে বদ্ধ হাওয়া অসীম আকাশ
শীকর-শীতল ঘরে ঘাস আর ঘাস।
৯.
জন্মান্ধের মতো বসে থাকি কড়িডোরে
দশ বছর হয়েছে প্রায়; কথা ছিল তার
একদিন আসবে রাতে, সেই থেকে ঘোরে
বাসা বুনে আলো-বনে ধূসর আঁধার।
আমার কুটিরে আর জ্বলে না দিয়ড়ি
মানুষ অচেনা সব; অচেনা নিবাস
উড়ে যায় সব পাখি ব্যাকুল নিঃশ্বাস
ক্ষুধা-মন্দা, আকসার। নিভন্ত তিউড়ি।
প্রেম ছাড়া দেহ বুঝি শাপে ভরা হয়
নাহয় কেনো বা কমে মেদের শিকম
আলোহীন কেনো থাকে সারা ঘরময়
কেনই বা কমে আসে আয়ু আর দম?
জানিতাম, প্রেম হয় প্রেমের ইনামে
কেনো তবে তার প্রেম বিকোয় নিলামে?
১০.
চার দেওয়ালে বন্দি; কথা ছিল তার
মুক্ত করে নেবে এক বকুলের বনে
মেঘ-কালো চুলরাশি রাত্রির আঁধার
ছোঁয়ে দেবে রাঙা ঠোঁট দীঘল চুম্বনে।
ফুলের পরশ দিয়ে আদি উষ্ণতায়
মৃত্তিকার ঘ্রাণ নিয়ে দুজন দুজনে
আলিঙ্গনে যাব ভেসে নীল শূন্যতায়
সারা দেহ ভরে যাবে ভ্রমর গুঞ্জনে।
উদোম আকাশ আর তোমার দামাল
চুলরাশি, খুব বেশি করেছে বেভুল
হীরের খনিতে বুঝি দেহ কাঁচামাল
মাতাল বেদ্বীন আমি, অধীর ব্যাকুল।
কথা রাখো প্রিয়া তুমি স্পর্শ করো হাত
শুদ্ধ করো দিয়ে প্রেম নীল পারিজাত।
১১.
কেন এতো অবহেলাÑ মিথুনে শরীর
তোমার দুচোখে কালো ভোমরা হাজার
হিসাবের খাতা কেন হাজার কড়ির
চোখের আলোয় হোক প্রেমের বাজার।
যার মুখ খুঁজে খুঁজে পৃথিবীর পথ
ঘুরে ঘুরে অবশেষে দেখেছি তোমাকে
শান্ত দিঘির জল; আনন্দ-আলোকে
চোখের আলোয় হোক প্রেমের শপথ।
অনাবিল কুয়াশার রাতে নীল তারা
দীপ্তি ছড়ায় যেমন ঠিক সে রকম
তোমাকে নিলাম বেছে সর্ববিষহারা
লতানো শরীর খুলে ঘুচাও জখম।
কূল ভেঙে হয়ে যাব তোমাতে বিলীন
তোমাতেই শোধ হোক জনমের ঋণ।
Clifford Hudis, MD, discusses advances in immunotherapy, which he views as one of the biggest breakthroughs in oncology during his tenure as president of the American Society of Clinical Oncology buy priligy generic
s picked up a few things, Гў how to buy priligy im 16 years old Owen, USA 2022 06 28 06 50 48
After supply, the baby continues to have a excessive insulin degree, nevertheless it no longer has the high degree of sugar from its mom, ensuing in the newborn s blood sugar stage becoming very low The baby s blood sugar degree is checked after delivery, and if the level is too low, it might be necessary to give the child glucose intravenously Unlike sort 1 diabetes, gestational diabetes isn t attributable to a scarcity of insulin, however by other hormones produced throughout pregnancy that can make insulin much less efficient, a condition referred to as insulin resistance Gestational diabetic symptoms disappear following supply Diabetes is outlined as an elevated blood sugar, but there are many causes of an elevated blood sugar can you get cheap cytotec without prescription intimax cefixime dispersible tablets 200mg in hindi Showing your kids how to cook is a fun way to keep the whole family occupied while also making your kids productive
Verelan PM ER cap 100, 200, 300mg can i buy misoprostol at walgreens