স্টাফ রিপোর্টার : মির্জাপুর উপজেলার বহুরিয়া ইউনিয়নে কৃষক আব্বাস আলীর ২০ শতাংশ ফসলি জমির ধান কেটে দিল বহুরিয়া ইউনিয়ন ছাত্রলীগ। বহুরিয়া ইউনিয়ন ছাত্রলীগে সাধারণ সম্পাদক মো. লিটন মাহমুদ সহ ইউনিয়ন ছাত্রলীগে কয়েকজন নেতাকর্মী মিলে কৃষক আব্বাস আলীর জমির ধান কেটে দেন।ধান কাটায় বহুরিয়া ইউনিয়ন ছাত্রলীগে নেতাকর্মী দের মধ্যে অংশ গ্রহন করেন মোঃ লিটন মাহমুদ ,আরিফ মৃর্ধা ,আলামিন মৃর্ধা ,সমুন মিয়া , আলামিন মিয়া ,ফরিদুল ইসলাম ,দিপ্ত সূত্রধর ,জয় সত্রধর ,শাহিন হোসেন ,ফেরদৌস মৃর্ধা ,রাসেল মিয়া , রাজিব মিয়া ,ছুলাইমান মিয়া ,সজিব মিয়া , রনি মৃর্ধা , আসমান মিয়া ,হাসান মৃর্ধা ,রবিন মিয়া।
কৃষক আব্বাস আলী বলেন, ধান কাটা নিয়ে আমি অনেক চিন্তিত ছিলাম, বহুরিয়া ইউনিয়ন ছাত্রলীগ আমার ২০শতাংশ জমির ধান কেটে দিয়ে আমাকে চিন্তা মুক্ত করেছে আল্লাহ তাদের ভালো করুক ।
Leave a Reply