মো. জোবায়ের হোসেন, স্টাফ রিপোর্টার
টাঙ্গাইলের মির্জাপুরে সরকারি এস.কে পাইলট উচ্চ বিদ্যালয়ে ১০৯তম বার্ষিক মিলাদ মাহফিল ও ২০২৪ সালের এসএসসি পরিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৮ ফেব্রæয়ারি) সকাল ১১ টায় বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলাম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাকিলা বিনতে মতিন। উল্লেখ্য শিক্ষা প্রতিষ্ঠানটি থেকে এবার এসএসসি পরিক্ষায় মোট ২৫২ জন শিক্ষার্থী অংশ নিচ্ছেন। এছাড়া কারিগরি বিভাগ থেকে আরো ৮৩ জন পরিক্ষার্থী পরিক্ষায় অংশ নিচ্ছেন।